কলকাতা, 19 এপ্রিল : করোনার সেকেন্ড ওয়েভে অত্যন্ত দ্রুত হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মৃত্যুও বাড়ছে । 18 এপ্রিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজারে পৌঁছে গিয়েছে । এই পরিস্থিতিতে টেলিমেডিসিনের জন্য টাস্কফোর্স গঠনের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর ।
গতবছর করোনা পরিস্থিতিতে অনেকে হাসপাতালে পৌঁছাতে পারছিলেন না । কারণ, একদিকে যেমন লকডাউন শুরু হয়েছিল । তেমনই অন্যদিকে বিভিন্ন হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল । এর ফলে সমস্যায় পড়েছিলেন নন-কোভিড রোগীরা ৷ এই ধরনের পরিস্থিতির জেরে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর । এবছর করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । আর, এই সেকেন্ড ওয়েভে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এরাজ্যেও অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 8 হাজার 419 জন । এবং 28 জনের মৃত্যু হয়েছে ৷