কলকাতা, 30 ডিসেম্বর:টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে একের পর এক সমস্যার কথা শুনে সমাধানের পথ বলে দিচ্ছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে শেষ অভিযোগেই কাটল তাল । আধিকারিকরা দেখে গেলেও পুকুর সংস্কার (Pond Renovation) হয়নি । অভিযোগ জানানোয় তৃণমূলের নেতা কর্মীদের থেকে জুটেছে হুমকি, এমনটাই ছিল জনৈক নাগরিকের অভিযোগ । তা শুনে ক্ষুব্ধ মেয়রের মন্তব্য, "আসি যাই মাইনা পাই, এই মানসিকতায় চললে হবে না । হয় অফিসাররা থাকবেন, নয় আমি থাকব ।"
শুক্রবার শেষ ফোন (KMC News) করেন বেহালার 124 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক (Firhad Reprimands officials)। তিনি বলেন, "আমি আপনাকে নাম ঠিকানা না জানিয়ে কিছু কমপ্লেন করতে চাই । আপনাকে একটা সমস্যা নিয়ে আগেও দুবার জানানো হয়েছিল । 811 ডিএস প্রেমিসেস নম্বরে একটা জলাশয়ে আপনার লোক আসে, দেখে চলে যায় । আপনাকে দুবার জানানো হয়েছিল ৷ আমার কাছে ডকেট নম্বরও আছে । আপনার অফিসাররা দায়বদ্ধতার সঙ্গে কাজ করে নাকি দায়সারা কাজ করে । এটা জানতে চাইছিলাম । আরও একটা 847 নম্বর প্রেমিসেস জলাশয় সেখানে 80 লক্ষ টাকার কাজ হয়েছিল কর্পোরেশনের নেতৃত্বে । আপনি জলে নামতে পারবেন না ৷ রাস্তার পার রয়েছে কিন্তু ফেটে গিয়েছে । পিকে দুয়া সাহেবকে আপনি পাঠিয়েছিলেন চার মাস আগে । তিনি বলেছিলেন, আমরা আলোচনা করে দেখব ৷ এটা কীভাবে রেকটিফাই করা যায় । স্যার কিছুই জানতে পারলাম না ।"
মেয়র শুনে আধিকারিকদের সঙ্গে কথা বলেন । আধিকারিকরা বলেন, অভিযোগকারী ঠিকই বলেছেন । এর পরেই অভিযোগকারী দাবি করেন, "আপনার দলের নেতারা দলের কর্মীরা আমাকে হুমকি দিয়েছেন আধিকারিক পিকে দুয়া সাহেবেরর সামনেই । কেন মেয়রকে কমপ্লেন করেছো ? আমাদের কাউন্সিলরের বদনাম হচ্ছে ৷ আমি যেন কমপ্লেন না করি আপনার কাছে । আপনাদের তৃণমূল কর্মীরা বলেছে ।"