কলকাতা, 13 মার্চ: কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এর আতঙ্কের মধ্যে একের পর এক সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ মিলছে শহরের সরকারি, বেসরকারি বিভিন্ন হাসপাতালে । তবে, চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই । সারা বছরই এখন সোয়াইন ফ্লু-র সংক্রমণ দেখা যায় । তবে, বর্ষা শুরু হওয়ার আগে সংক্রমণ বেশি দেখা যায় । সোয়াইন ফ্লু-র চিকিৎসাও রয়েছে ।
শহরের বিভিন্ন হাসপাতালে সোয়াইন ফ্লু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের - বেলেঘাটা আইডি
কোরোনা নিয়ে আতঙ্কের মধ্যেই শহরের বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু রোগী ৷
কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত দুই ব্যক্তির চিকিৎসা চলছে । মিন্টোপার্কের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত ছয় জনের চিকিৎসা চলছে সেখানকার আইসোলেশন ওয়ার্ডে । এই ছয় জনের মধ্যে একই পরিবারের চার জন সদস্য রয়েছেন । বাকি দুই জন তাঁদের আত্মীয় । সরকারি ওই হাসপাতাল থেকে জানা গিয়েছে, এক ব্যক্তি, তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, ওই ব্যক্তির মা কে হাসপাতালে ভরতি করানো হয়েছে । শেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত, আইসোলেশন ওয়ার্ডে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ।
মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত তিনজনের চিকিৎসা চলছে । তাঁদের মধ্যে একজন নার্স রয়েছেন । গত 10 মার্চ থেকে তাঁর চিকিৎসা চলছে । বাকি দুইজনের মধ্যে একজন 10 বছর বয়সি এক শিশু । গত 10 মার্চ থেকে এই শিশুর চিকিৎসা চলছে । অন্য জন 23 মাসের এক শিশু । গত 5 মার্চ থেকে এই শিশুর চিকিৎসা চলছে ৷ পার্ক সার্কাসের বেসরকারি একটি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত এক শিশুর চিকিৎসা চলছে । ওই শিশু হাসপাতালের চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, " আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । সোয়াইন ফ্লু এখন সারা বছর দেখা যায়। তবে, বর্ষার আগে সংক্রমণ বেশি দেখা যায় ।" কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিক বলেন, " সারা বছর-ই এখন সোয়াইন ফ্লু-র সংক্রমণ দেখা যায় । আতঙ্কের কোনও কারণ নেই ।" সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি ।