কলকাতা, 27 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন ৷ এই কর্মসূচি ঘোষণার জন্য তাঁর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন যে, দলের কর্মচারীদের লেলিয়ে দিয়ে চলে গিয়েছেন অভিষেক ।
শ্যামবাজার মোড়ে রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে দু'দিন ব্যাপী ধর্না করছে গেরুয়া শিবির ৷ আজ সেখানেই উপস্থিত হয়ে একাধিক বিষয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এ দিন তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, "আমরাও এক সময় তৃণমূলের কর্মচারী ছিলাম । আমরা খেটেখুটে পরিবর্তন এনেছিলাম । 2011 সালে পিসিকে ক্ষমতায় এনেছিলাম । পিসি তখন বলেছিলেন, আমার কোনও পরিবার নেই ।"
শুভেন্দুর অভিযোগ, অভিষেক 5 অগস্ট তাঁর কর্মীদের লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার জন্য ৷ এই 'অগণতান্ত্রিক কর্মসূচি' নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বিরোধী দলনেতা ।
তাঁর কথায়, "আমাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ৷ কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে কেউ নেই । তাঁদের অত্যাচারিত হতে হচ্ছে । তাঁদের সবার নিরাপত্তার স্বার্থে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছি । এই বিষয় আগামী সোমবার শুনানি রয়েছে । সে দিনই এই নিয়ে সিদ্ধান্ত হবে ।"