কলকাতা, 10 মে : দু'শোর বেশি আসনের যে হুঙ্কার বিজেপি দিয়েছিল, তা ইভিএমে একেবারেই মেলেনি ৷ পদ্মশিবিরকে গোহারা করে ফের একবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ 77 টি আসন জিতেছে এবারের ভোটে ৷ বাম-কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই বিধানসভায় ৷ স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা এবার হতে চলেছে বিজেপি থেকে ৷ আর এই নিয়েই এখন যত জল্পনা ৷
কে হবেন পরিষদীয় দলনেতা, তা বাছতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে গেরুয়া শিবিরকে ৷ আপাতভাবে মনে করা হচ্ছিল লড়াইটা মুকুল আর শুভেন্দুর মধ্যে ৷ তাতে বেশ কিছুটা এগিয়েও ছিলেন শুভেন্দু ৷ শোনা যাচ্ছে, অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডা প্রত্যেকেরই পরিষদীয় দলনেতা হিসেবে প্রথম পছন্দ শুভেন্দু অধিকারী । তবে কি মমতাকে নন্দীগ্রামে হারানোর পুরস্কার পাচ্ছেন শুভেন্দু ?
আরও পড়ুন : শুভেন্দুতেই আস্থা অমিতদের, বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার পথে নন্দীগ্রামের বিধায়ক
কিন্তু লড়াইয়ে আরও একটি নাম রয়েছে ৷ পরিষদীয় দলনেতা হওয়ার দৌড়ে মুকুল যখন পিছিয়ে পড়ছেন, ঠিক তখনই আরও একটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ তিনি মনোজ টিগ্গা ৷ শুভেন্দু বনাম মনোজের এই লড়াইকে ঘিরে বেশ চাপা অস্বস্তিও তৈরি হয়েছে দিলীপ-কৈলাসদের মধ্যে ৷ বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, নব্য বিজেপি ও আদি বিজেপির মধ্যে দ্বন্দ্ব ৷ অর্থাৎ মুকুল দৌড়ে পিছিয়ে পড়েছেন বলেই যে শুভেন্দুর পথ ফাঁকা... সমীকরণটি এতটাও সরল নয় ৷
আরও পড়ুন :বিরোধী দলনেতার দৌড়ে নেই, প্রশস্ত হচ্ছে মুকুলের বিজেপি ছাড়ার পথ ?