কলকাতা, 22 নভেম্বর: বঙ্গ বিজেপিতে (BJP) দু’জনের গুরুত্ব একই ৷ একজন রাজ্য সংগঠনের শীর্ষে, তো অন্যজন পরিষদীয় দলের নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা ৷ সেই কারণেই কি এই দুই নেতার মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে ! মঙ্গলবার দুপুরে সেই প্রশ্ন তুলে দিল একটি ঘটনা ৷
এদিন দুপুরে যখন বিধানসভায় এলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), ঠিক তখনই সেখান থেকে চলে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সুকান্ত যে আসবেন, সেই খবর আগেই ছিল বিজেপির বিধায়কদের কাছে ৷ তার পরও কেন থাকলেন না শুভেন্দু ? সেই প্রশ্ন নিয়েই সরগরম রাজনৈতিক মহল ৷
মঙ্গলবার দুপুর 2টো নাগাদ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আসেন বিধানসভায় (West Bengal Assembly) ৷ তাঁকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷ কিন্তু তিনি এই নিয়ে বিতর্ক উড়িয়ে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, শুভেন্দুর হাইকোর্টে যাওয়ার ব্যাপার ছিল । তাই তিনি ওই সময় উপস্থিত থাকতে পারেননি । এতে কোনও জল্পনার নেই । পূর্ব নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে আসায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা হল না তাঁর ।