পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: তৃণমূলের সঙ্গে জোটে আপত্তি থাকা কংগ্রেস-সিপিএম কর্মীদের বিজেপিতে আহ্বান শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকছে কংগ্রেস ও সিপিএম ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস ও সিপিএমের নিচুতলার কর্মীদের বিজেপিতে আসার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Jul 17, 2023, 8:02 PM IST

কলকাতা, 17 জুলাই: কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল জোটবদ্ধ হয়ে বৃহত্তর বিজেপি বিরোধী জোট গঠনের জন্য বেঙ্গালুরুতে মিলিত হয়েছে । এই অবস্থায় রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী কর্মীদের বিজেপির ছাতার তলায় আসার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার বিকেলের দিকে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি ৷

সেখানেই শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘যাঁরা এই জোটকে মেনে নিতে পারছেন না, তাঁরা বিজেপির ছাতার তলায় আসুন । আর বিজেপির ছাতার তলায় আসতে না চাইলে এমন একটা মঞ্চ তৈরি করুন, যাঁরা এই রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারে ।’’

এ দিন পঞ্চায়েত ভোটের হিংসার কথা মনে করিয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ‘‘উপরতলার সেটিংকে উপেক্ষা করে নিচুতলার কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে ৷ পঞ্চায়েত নির্বাচনে যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেলেন, সেই শাসকদলের হয়ে জোটবদ্ধ লড়াইয়ের তাঁরা আগ্রহী কি না !’’ তিনি জানান, আদতে এই বৈঠকের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে যাঁরা ভোট দিতে গিয়ে দলের প্রার্থীকে জেতাতে গিয়ে মার খেলেন, তাঁদের লড়াইকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে । নিচুতলার এই কর্মীদের প্রতি তিনি সহানুভূতিশীল ।

শুভেন্দু অধিকারীর বার্তা, ‘‘যাঁরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে চান, আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে লড়াই করুন । অথবা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, যেখানে দাঁড়িয়ে আপনারা অত্যাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে পারবেন । নো ভোট টু মমতা - এই স্লোগানে মন খুলে আপনারা বলতে পারবেন । আপনারা যদি জোট বৈঠকে যোগ দেওয়া নেতাদের ছবির তলায় দাঁড়িয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে চান, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের বিশ্বাস করবেন না । এই লড়াই কার্যত একটা প্রচলিত বাক্যে পরিণত হবে, দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি ।’’

এ দিন বেঙ্গালুরুর এই বৈঠক সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বৈঠকে যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা আদতে তাঁদের পরিবারকে রক্ষা করতে চাইছেন । সোনিয়া গান্ধির লক্ষ্য তাঁর পুত্র এবং কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করা । শরদ পাওয়ার চিন্তিত তাঁর মেয়ের ভবিষ্যৎ নিয়ে । স্ট্যালিন গিয়েছেন নিজের সাম্রাজ্য ধরে রাখতে । এখানে যাঁরা মিলিত হয়েছেন, তাঁরা মূলত পরিবারবাদ কায়েম করতে চান এবং ইডি-সিবিআইয়ের থেকে পরিবারকে বাঁচাতে চান । এঁরা কোথাও আঞ্চলিকতাবাদের কথা বলেন, কোথাও সেকুলারিজমের কথা বলেন । কোথাও দেশবিরোধী কথা বলেন । কোথাও খালিস্থানিদের সঙ্গে হাত মেলান ।’’

আরও পড়ুন:ভোটে মহিলাদের উপর কতটা অত্যাচার হয়েছে, অনুসন্ধানে আসছে বিজেপির মহিলা প্রতিনিধি দল

তাই শুভেন্দু অধিকারীর ভাষায়, ‘‘এই জোট আসলে দিশাহীন ভ্রষ্টাচারীদের জোট । এদের একমাত্র অ্যাজেন্ডা হল পরিবারবাদকে টিকিয়ে রাখা ।’’

ABOUT THE AUTHOR

...view details