কলকাতা, 1 অগস্ট: রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানেই এই দাবি তোলেন বিরোধী দলনেতা ৷ বলেন, ‘‘শূন্যপদে ছ’মাসের মধ্যে নিয়োগ চাই ৷’’
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে আগামী ছ’মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করার দাবি আমরা করছি ৷’’
বিধানসভায় এখন চলছে বাদল অধিবেশন ৷ মঙ্গলবার অধিবেশনের দুই অর্ধের মাঝে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ৷ তাঁর দাবি, প্রাণী মিত্র থেকে আশা কর্মী, আইএসডিএস-সহ একাধিক ক্ষেত্রে কম টাকা দেওয়া হচ্ছে ৷ অনেক ক্ষেত্রে দেশের মধ্যে সব কম টাকা দেওয়া হচ্ছে এই রাজ্যে ৷
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘12 বছরে মমতা বন্দ্যোপাধ্য়ায় 6 লক্ষ পোস্টের অবলুপ্তি ঘটিয়েছেন ৷ তার বদলে চুক্তিভিত্তিক কর্মীদের নেওয়া হয়েছে ৷’’
তিনি এই ক্ষেত্রে নাম না করে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর অভিযোগ, এখন চুক্তিভিত্তিক কর্মীদের অভিষেকের (শুভেন্দু ভাইপো বলে উল্লেখ করেছেন) দেওয়া তালিকা থেকে নিয়োগ করা হয় ৷ কারও থেকে ঘুষ নেওয়া হয়, তো কেউ তৃণমূল কংগ্রেসের ক্যাডার বা নেতাদের আত্মীয় ৷
আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর দফতরের কর্মসূচিতে টেন্ডার দুর্নীতি, মমতাকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু
তার পরও যে বিজেপি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সরব হয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেছেন ৷ পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রশ্ন, রাজ্যের যে বোর্ডগুলি নিয়োগের কাজ করত, সেগুলিকে অচল করে রাখা হয়েছে ৷ এর ফলে 30 লক্ষ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে না ৷ ফলে 2 কোটি বেকার কর্মসংস্থান চেয়ে পাচ্ছে না বলেও বিরোধী দলনেতার অভিযোগ ৷
একই সঙ্গে তিনি কলকাতায় যে ধরনাগুলি হয়েছে, সেই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা ৷ তাঁর বক্তব্য, ধরনায় বসা এই আন্দোলনকারীদের সঙ্গে কেন কথা বলছে না রাজ্য সরকার ? এই আন্দোলনকারীদের ডেঙ্গু হলে বা অন্য কিছু হলে, তার সরকার কী দায়িত্ব নেবে ? সেই কারণে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে অমানবিক বলেও কটাক্ষ করেছেন তিনি ৷
বিরোধী দলনেতা বলেন, ‘‘কোনও মানবিকতা, মমত্ব, সহানুভূতি, সমাধানের ইচ্ছা কিছুই এই সরকারের নেই৷ একটি অমানবিক, বর্বর, অহঙ্কারি, দাম্ভিক, পরিবারতান্ত্রিক এবং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার এই স্বেচ্ছাচারিতা, পশ্চিমবঙ্গে দেখানোর ঔদ্ধত্য দেখাতে পারছেন, এটাই আমাদের দুর্ভাগ্য ৷’’
তিনি জানান, এই আন্দোলনকারীদের পাশে বিজেপি আছে ৷ এই নিয়ে বিধানসভার ভিতরেও তাঁরা সরব হয়েছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা, তোপ শুভেন্দুর