পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest Rally of Group-D Candidates: গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের মিছিলে পা মেলালেন শুভেন্দু-কৌস্তভ - koustav bagchi

বুধবার দুপুরে গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷

Etv Bharat
গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে শুভেন্দু, কৌস্তভ

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 3:20 PM IST

Updated : Sep 27, 2023, 5:33 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: 2017 সালের গ্রুপ-ডি পরীক্ষায় পাশ করেও পাননি চাকরি ৷ চাকরির দাবিতে গত প্রায় 400 দিন ধরে ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভের পর বুধবার বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছেন চাকরি প্রার্থী ও তাঁদের অভিভাবকরা ৷ এদিন দুপুরে থিয়েটর রোড থেকে শুরু হওয়া গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের এই মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ হাইকোর্টের নির্দেশে এদিন নির্দিষ্ট রুট ধরেই এই মিছিল শুরু হয় ৷ মিছিল যাওয়ার কথা হাজরা মোড় পর্যন্ত ৷

উল্লেখ্য, এদিনের মিচিলের রুট নিয়ে আপত্তি তোলা হয়েছিল পুলিশের তরফে ৷ ক্যামাক স্ট্রিট দিয়ে এই মিছিল যাওয়া নিয়ে আপত্তি ছিল রাজ্যের ৷ তবে রাজ্যের আপত্তি খারিজ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, নির্দিষ্ট রুটে ক্যামাক স্ট্রিট ধরেই এই মিছিল যাবে ৷ পুলিশকে সেই মিছিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ৷ এদিন শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচী দু'জনেই জানিয়েছেন এই ইস্যুকে সমর্থন জানিয়ে এদিন তাঁরা এই মিছিলে পা মিলিয়েছেন, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ খোঁজা উচিত নয় ৷

এদিন এই মিছিলে যোগ দিয়ে, শুভেন্দু অধিকারী জানান, এদিন প্রথমবার তিনি চাকরি প্রার্থীদের এই মিছিলে পা মেলালেও তিনি এবার থেকে তিনি এই আন্দোলনকারীদের পাশে রাস্তায় এবং আইনি পথে দুই ভাবেই থাকবেন। বুধবার এই মিছিল থেকে তিনি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আবেদন করেন, যে দশটি সংগঠন বছরের পর বছর, মাসের পর মাস ধরে চাকরির দাবিতে রাস্তায় বসে আছেন তাঁরা যেন এক হয়ে লক্ষাধিক প্রার্থী মিলে নবান্ন অভিযানের ডাক দেয়। তবেই যদি এই মমতা সরকারের টনক নড়ে।

আরও পড়ুন: বুধে ক্যামাক স্ট্রিট দিয়েই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে

এছাড়াও শুভেন্দু এদিন জানান, আগামী 3 অক্টোবর তিনি আবারও আলোচনায় বসবেন চাকরিপ্রার্থীদের নিয়ে । প্রয়োজনে কোনও সিনিয়র আইনজীবীর থেকে আইনি পরামর্শ নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসার সামনে দিয়ে এদিন এই মিছিল হয় ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "ও কি বিশাল হনু হরিদাস পাল যে ওর দিকে তাকাতে হবে।" কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর এদিনের মিছিলে যোগ দেওয়া সম্বন্ধে শুভেন্দু বলেন, "যে কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের বিরুদ্ধে লড়াই করছে তাঁদের মধ্যে কৌস্তভ বাগচী অন্যতম। আর আজকের এই মিছিলের অনুমতি পাওয়ার ক্ষেত্রে আইনজীবী হিসেবে কৌস্তুভ বাগচীরও অবদান আছে।"

তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে ছুটি কাটাচ্ছেন আর চাকরিপ্রার্থীদের 10টি সংগঠন কলকাতার রাস্তায় বছরের পর বছর পরে আছে। কৌস্তুভ বাগচী এদিন বলেন, "আমার ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সত্তা ছাড়াও দুজনেরই একটা ব্যক্তিসত্ত্বা আছে । আর এই বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি একেবারে ন্যায্য, তাই তাঁদের পাশে দাড়িয়েছি আমরা।"

Last Updated : Sep 27, 2023, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details