কলকাতা, 27 সেপ্টেম্বর: 2017 সালের গ্রুপ-ডি পরীক্ষায় পাশ করেও পাননি চাকরি ৷ চাকরির দাবিতে গত প্রায় 400 দিন ধরে ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভের পর বুধবার বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছেন চাকরি প্রার্থী ও তাঁদের অভিভাবকরা ৷ এদিন দুপুরে থিয়েটর রোড থেকে শুরু হওয়া গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের এই মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ হাইকোর্টের নির্দেশে এদিন নির্দিষ্ট রুট ধরেই এই মিছিল শুরু হয় ৷ মিছিল যাওয়ার কথা হাজরা মোড় পর্যন্ত ৷
উল্লেখ্য, এদিনের মিচিলের রুট নিয়ে আপত্তি তোলা হয়েছিল পুলিশের তরফে ৷ ক্যামাক স্ট্রিট দিয়ে এই মিছিল যাওয়া নিয়ে আপত্তি ছিল রাজ্যের ৷ তবে রাজ্যের আপত্তি খারিজ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, নির্দিষ্ট রুটে ক্যামাক স্ট্রিট ধরেই এই মিছিল যাবে ৷ পুলিশকে সেই মিছিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ৷ এদিন শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচী দু'জনেই জানিয়েছেন এই ইস্যুকে সমর্থন জানিয়ে এদিন তাঁরা এই মিছিলে পা মিলিয়েছেন, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ খোঁজা উচিত নয় ৷
এদিন এই মিছিলে যোগ দিয়ে, শুভেন্দু অধিকারী জানান, এদিন প্রথমবার তিনি চাকরি প্রার্থীদের এই মিছিলে পা মেলালেও তিনি এবার থেকে তিনি এই আন্দোলনকারীদের পাশে রাস্তায় এবং আইনি পথে দুই ভাবেই থাকবেন। বুধবার এই মিছিল থেকে তিনি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আবেদন করেন, যে দশটি সংগঠন বছরের পর বছর, মাসের পর মাস ধরে চাকরির দাবিতে রাস্তায় বসে আছেন তাঁরা যেন এক হয়ে লক্ষাধিক প্রার্থী মিলে নবান্ন অভিযানের ডাক দেয়। তবেই যদি এই মমতা সরকারের টনক নড়ে।