পশ্চিমবঙ্গ

west bengal

বৈঠক এড়িয়ে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দুর

By

Published : May 29, 2021, 6:03 PM IST

এরপর শুভেন্দু আরও অভিযোগ করেন, আগেও রাজ্যে দুর্যোগের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2020 সালে আমফানের পরও তিনি রাজ্যের পরিস্থিতি দেখে প্রথমে 1 হাজার কোটি টাকা ও পরে 2 হাজার 750 কোটি টাকা সাহায্য করেছিলেন ৷ কিন্তু এবারে দিঘার বৈঠকের অজুহাত দিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কলকাতা, 29 মে : প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আজ ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু ৷ সেখান থেকেই মমতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি ৷ প্রসঙ্গত কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু ৷

আজ ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে শুভেন্দু অভিযোগ করেন, ‘‘ঘূর্ণিঝড়ে ওড়িশার বালেশ্বরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হলেও এরাজ্যের দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরেও ব্যাপক ক্ষতি হয় ৷ বাঁধ ভেঙে প্রচুর মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ কৃষক ও মৎস্যজীবীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন । এই পরিস্থিতিতে বাংলার হাল দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী ৷ বৈঠক করে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে চেয়েছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী দিঘায় বৈঠকের কথা বলে প্রধানমন্ত্রীর বৈঠক এড়িয়ে যান ৷ এতে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে ৷ এর প্রতিবাদের কোনও ভাষা নেই ৷’’

শুভেন্দু জানান, আগেও রাজ্যে দুর্যোগের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2020 সালে আমফানের পরও তিনি রাজ্যের পরিস্থিতি দেখে প্রথমে 1 হাজার কোটি টাকা ও পরে 2 হাজার 750 কোটি টাকা সাহায্য করেছিলেন ৷ কিন্তু এবারে দিঘার বৈঠকের অজুহাত দিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী ৷

বিরোধী দলনেতাকে প্রধানমন্ত্রীর বৈঠকে ডাকা নিয়ে ওঠা সমালোচনারও জবাব দেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, ‘‘ওড়িশাতে বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হয় ৷ বাংলাতেও কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে আহ্বান করা হয়েছিল ৷ কিন্তু তিনি ব্যস্ত থাকায় বৈঠকে আসতে পারেননি ৷’’

আরও পড়ুন : বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

এরপর শুভেন্দু অভিযোগ করেন, ‘‘এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মমতা ৷ গঙ্গা সংস্কার থেকে করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা একাধিক বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী 15-20 মিনিট মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করেন ৷ আধিকারিকদের থেকে জানতে চান উনি আসছেন কিনা ৷ মুখ্যমন্ত্রী আরও অনেক পরে আসেন । কিছু কাগজপত্র দিয়ে চলে যান । সঙ্গে ছিলেন মুখ্যসচিব ।’’

ABOUT THE AUTHOR

...view details