দিল্লি ও কলকাতা, 17 জুন : BJP-তে যোগ দিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । আজ দিল্লিতে BJP- র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন তিনি । পাশাপাশি গারুলিয়া পৌরসভার 12 জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন ।
তৃণমূল ছেড়ে BJP-তে যোগ সুনীল সিংয়ের
গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর । আর তারপর থেকেই BJP-তে তাঁর যোগ দান নিয়ে জল্পনা শুরু হয় । এর আগেও একাধিকবার সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না ।
গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর । আর তারপর থেকেই BJP-তে তাঁর যোগ দান নিয়ে জল্পনা শুরু হয় । এর আগেও একাধিকবার সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না ।
গত 14 জুন কাঁচরাপাড়ার সভা থেকে দল যারা ছাড়তে যায় তাদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, যারা দল ছাড়তে চায় তাদের সাতদিন সময় দেওয়া হল । এই ঘোষণার পরই সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা বাড়ে । আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে BJP-তে যোগ দেন তিনি ।