কলকাতা, 29 অগস্ট: পশ্চিমবঙ্গ দিবসের দিন ঘোষণা নিয়ে মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দিল না বিজেপি ৷ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে তাঁর দলের অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন ৷ সেখানে সুকান্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কিছু সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার জন্য ডাকা বৈঠকে তিনি বা তাঁর দলের কোনও সদস্য় উপস্থিত থাকবেন না ৷ পাশাপাশি, বিজেপি যে 20 জুন তারিখটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে মানে তাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
সুকান্ত মজুমদারের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্রের দ্বিতীয় অনুচ্ছেদটিকে উল্লেখ করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছিল, ‘‘কোনও 20 জুন তারিখে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমরা কোথাও কিছু পড়িনি বা শুনিনি ৷ কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একতরফা সিদ্ধান্তটি বিস্ময়জনক ও উদ্বেগজনক ৷’’ আর মুখ্যমন্ত্রীর দেওয়া সর্বদলের আমন্ত্রণপত্রের এই অংশে আপত্তি রয়েছে বিজেপি নেতৃত্বের ৷
সুকান্ত তাঁর চিঠিতে অভিযোগ করেছেন, ‘‘আপনার এই বক্তব্য স্পষ্ট, পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে খোলা মন নিয়ে আপনি আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকেননি ৷’’ সুকান্তর আরও অভিযোগ মুখ্যমন্ত্রীর আগে থেকে নেওয়া কিছু সিদ্ধান্ত এবং পূর্ব কিছু পরিকল্পনাকে বাস্তবায়ন করাই আসল উদ্দেশ্য ৷ আর সেটা করতে ঢাল হিসেবে সর্বদল বৈঠককে ব্যবহার করা হচ্ছে ৷ বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর আগে থেকে নেওয়া সিদ্ধান্তে সিলমোহর দিতে রাজ্য বিজেপির সভাপতি বা তাঁর দলের কোনও প্রতিনিধি সর্বদল বৈঠকে যাবেন না ৷