কলকাতা, 21 জুন: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়ের পর নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বাহিনী নিয়ে আদালতের রায় বিশ্লেষণ করতে গিয়ে, মুখ্যমন্ত্রীর বলা কবিতার লাইন অনুসরণ করেই তাঁকে নিশানা করেছেন সুকান্ত । এই রায়কে স্বাগত জানিয়ে সরকারকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার । বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পঞ্চায়েত শুনানিতে কমিশনের কড়া সমালোচনা করেছেন । একইসঙ্গে, তিনি পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কোনওভাবেই 2013 সালের কম হবে না বলে নির্দেশ দিয়েছেন । আর আদালতের এই রায়ে যারপরনাই খুশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । এই মামলার অন্যতম প্রধান পিটিশনার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ।
সুকান্ত মজুমদার এ দিন মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানিয়ে বলেন, "ওহে নন্দলাল, দুই গালে চপেটাঘাত গাল হল লাল ।" প্রসঙ্গত, কিছুদিন আগেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই নন্দলাল স্লোগান দিয়েই আক্রমণ শানাতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এ বার সেই সুরেই মমতাকে পালটা জবাব দিলেন সুকান্ত ।