কলকাতা, 29 অগস্ট: ফের বেফাঁস মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের । বিজেপি-সিপিএম-কংগ্রেসের সমস্ত বিরোধীদের জুতোপেটা করার নিদান দিয়েছেন তিনি । তারপর থেকেই ফের তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে । বিজেপি-কংগ্রেস থেকে যেমন আক্রমণ করা হয়েছে একইভাবে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও তীব্র আক্রমণ করেন সৌগত রায়কে (Sujan Chakraborty Slam Saugata Roy) ।
একইভাবে তিনি সৌগতবাবুকে এদিন উদ্দেশ্য করে বলেন, "চোর চোর শুনতে যদি অপছন্দ হয় বা চোর বললে আপনার রাগ হয় তাহলে চোরের সমর্থক শব্দ বলে দিন । আপনাদের মতো তৃণমূল নেতাদের দেখলে সেই শব্দ উচ্চারণ করবে সাধারণ মানুষ (Sujan Attacks Saugata)।"
সুজন চক্রবর্তী আরও বলেন, "আপনি বলছেন গোটা তৃণমূলের লোকজন চোর নয় । দুর্নীতিতে জড়িত নয় । আপনি বলছেন 5 শতাংশ চুরি ও দুর্নীতির সঙ্গে জড়িত । তাহেল পঞ্চায়েত থেকে বিধানসভা মিলিয়ে তৃণমূলের প্রায় 50 হাজার নির্বাচিত প্রতিনিধি আছেন । সেই হিসাবে 2.5 হাজার চোর রয়েছেন । তাদের চিহ্নিত করুন ।"
আরও পড়ুন:শ্রীকান্ত মাহাতর প্রতিবাদ বিচ্ছিন্ন ঘটনা নয়, বার্তা সুজনের
সুজনের কথায় ,"সৌগতবাবুর কথায় ক্রমশ দুর্গন্ধ বাড়ছে । ক্রিমিনাল মনোভাব বাড়ছে । জুতো পেটা করবেন বলেছেন । অসভ্যতার সীমা ছাড়াচ্ছেন । উনি খুব চটেছেন । নিজেই বলছেন, তৃণমূলের 95 ভাগ লোক সৎ । তারমানে বাকি 5 ভাগ চোর । দুর্নীতিগ্রস্থ । সেগুলো তালিকা ধরে বলে দিন । পারবেন? হিম্মত আছে? করে দেখান । বিজেপিকে বর্বর বলায় জ্যোতিবাবুর উপর চোটে ছিলেন অটল বিহারী বাজপেয়ী । কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপির লুম্পেন বাহিনী যা করেছিল তাকে বর্বর ছাড়া কী বলা যায় ! জ্যোতিবাবু তো ঠিকই বলেছিলেন । এ কারণেই রেগে গিয়েছিলেন অটল বিহারি । ঠিক যেমন এখন সৌগতবাবুরা রেগে যাচ্ছেন । তাই বলছি চোর না বলে কী বলা যায় ঠিক করে দিন ।"