কলকাতা, 15 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে দল থেকে । কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের বহিষ্কার করা হয়নি আজও । যা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়ল তৃণমূল কংগ্রেস । অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী (Sujan Taunts TMC)।
বুধবার এক সাংবাদিক বৈঠকে সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty News) বলেন, কুন্তল ঘোষকে বহিষ্কার করতে 45 দিন লেগে গেল । আর পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে এখনও দলের অ্যাসেট ভাবা হচ্ছে । আর শান্তনু বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করায় তড়িঘড়ি তাঁকে বহিষ্কার করা হল । কারণ, বিজেপিকে সাহায্য করার জন্য যে দল তার নাম তৃণমূল । শান্তনু বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি দিল্লিতে গিয়েছিলেন । এই খবরটা পাওয়ার পরই তৃণমূল শান্তনুকে তাড়িয়েছে বলে দাবি করেন সুজন ৷
তাঁর আরও অভিযোগ, "তৃণমূলের গিঁটে গিঁটে অপরাধ জড়িয়ে গিয়েছে । তিনি অনুমতি ভাইপোর থেকে পেয়েছিলেন তাই ভোটে দাঁড়িয়েছিলেন । কেন ওকে আগে সাসপেন্ড করেনি ? জেনে শুনে ডিএম কেন চুপ করেছিলেন । সব বেরোবে । কালীঘাট না ক্যামাক স্ট্রিট, কোথা থেকে ফোন গিয়েছিল ?"