কলকাতা, 19 ডিসেম্বর: 12 দিন পর অনশন তুললেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Students of Kolkata Medical College withdraw hunger strike) ৷ পূর্ব নির্ধারিত 22 তারিখেই নির্বাচন করবেন ছাত্ররা। সোমবার থেকেই নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তাঁরা শুরু করবেন। সমাজের চার বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে দাবি ছাত্রদের। তাঁরা হলেন বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র এবং অম্বিকেশ মহাপাত্র ৷ কলেজ কর্তৃপক্ষকে মেল করে এবং লিখিত আকারে আজ বা আগামিকালের মধ্যে আগামী 22 ডিসেম্বর নির্বাচনের বিষয়টি জানানো হবে ছাত্রদের তরফে। চারটি বর্ষের আড়াইশো জন করে মোট 1000 জন ভোটার রয়েছে। সব মিলিয়ে প্রার্থী 20 জন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্ররা এই কলেজেরই ফাঁড়ি এবং বউবাজার থানায় লিখিত আকারে নির্বাচনের বিষয়ে জানাবেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে মেল করে এবং লিখিত আকারে আজ বা আগামিকালকের মধ্যে 22 তারিখ নির্বাচনের বিষয়টি জানানো হবে ছাত্রদের তরফে। ছাত্রদের আরও দাবি, নির্বাচনের জন্যে বারংবার জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি। তাই এই সিদ্ধান্ত। 1928 সালে একই কায়দায় নির্বাচন হয়েছিল। সেই ছাত্র সংসদ 1984 সাল পর্যন্ত ছিল। আবারও এই একই কায়দায় নির্বাচন করতে চলেছে মেডিক্যাল কলেজের ছাত্ররা। মেডিক্যাল কলেজের যে কোনও পড়ুয়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।