কলকাতা, 6 সেপ্টেম্বর : ইচ্ছুক ছাত্রছাত্রীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিয়ে অবিলম্বে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে পথে নামলেন পড়ুয়ারা ৷ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি কলেজের পড়ুয়ারা এই দাবিতে বিক্ষোভ দেখান ।
করোনার কারণে গতবছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন ৷ কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে প্রায় সব জায়গাতেই বিধিনিষেধ শিথিল হয়েছে ৷ কিন্তু এখনও খোলেনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা ৷ পড়ুয়ারাদের দাবি, সব ক্ষেত্রই যখন স্বাভাবিক তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হোক ৷ শুরু হোক ক্লাসরুমে পঠনপাঠন । তাদের এও দাবি, যদিও পুজোর পর ক্লাসরুমে পড়াশোনা চালু হলেও তার প্রস্তুতি অবিলম্বে শুরু করা হোক ।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন তাদের দাবি-দাওয়া নিয়ে গত 2 তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছিল ৷ ছাত্রছাত্রীদের বক্তব্য, এই ডেপুটেশনে কোনও ফল হয়নি । তাই তারা চার দফা দাবি নিয়ে দাবিপত্র জমা দেয় । দাবিগুলি হল-
কলেজে পঠনপাঠন চালুর দাবিতে পথে পড়ুয়ারা 1. ইচ্ছুক ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে
2. অবিলম্বে গ্রন্থাগারগুলি ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য খুলে দিতে হবে ৷
3. বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ল্যাব শুরু করার ব্যবস্থা করতে হবে । না হলে চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে ।
4. কলেজের পড়ুয়াদের (Students' Section) যে বিভাগ রয়েছে সেটির পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে ।
5. এবছর যেসব পড়ুয়ারা পাশ করে বের হচ্ছেন, তাঁদের গ্রেড কার্ড ও ডিগ্রি সার্টিফিকেট দিতে হবে ।
6. অবিলম্বে পুনরায় পরীক্ষা (re-examination) নেওয়া ও রিভিউ করার প্রক্রিয়া চালু করতে হবে ৷
7. পুনরায় ক্যাম্পাস খোলার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিনিধিরাও থাকবেন ।
8. অবিলম্বে কলেজ, বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি চালু করতে হবে ।