কলকাতা , 6 মে : বাংলার বিভিন্ন জেলার প্রায় 600-র বেশি ছাত্র-ছাত্রী এই মুহূর্তে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে আটকে রয়েছে । তাদের বাংলায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী , শিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের কাছে আবেদন জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ । কেবলমাত্র পরিযায়ী শ্রমিক নয় , রাজ্যের বহু পড়ুয়াকেও খুব দ্রুত রাজ্যে ফেরানোর আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে । দীর্ঘ লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছে ছাত্রছাত্রীরা । অবিলম্বে তাদের ঘরে ফেরানোর জন্য আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে ।
রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন , 25 মার্চ ভারত সরকার অপরিকল্পিতভাবে দেশজুড়ে হঠাৎ লকডাউন ঘোষণা করায় বিভিন্ন প্রদেশের মানুষ যেখানে ছিলেন , সেখানেই আটকে রয়েছেন । এই রাজ্যের প্রায় ছয় শতাধিক ছাত্র-ছাত্রী এই মুহূর্তে বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে আটকে রয়েছেন । আজ প্রায় 40 দিনেরও বেশি সময় ধরে তারা কষ্টের সঙ্গে দিন অতিবাহিত করছে । এই অবস্থায় তাদের আত্মীয় পরিজনেরা অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে দিন কাটাচ্ছেন । বাংলার এই মানুষগুলির কথা ভেবে , মুখ্যমন্ত্রী যদি ছাত্রছাত্রীদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন , তাহলে বাংলার ছাত্র সমাজ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ থাকবে ৷
ভিন রাজ্য থেকে পড়ুয়া ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র পরিষদের - মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র পরিষদের
লকডাউনের ফলে দেশের বিভিন্ন জায়গায় এ রাজ্যের বহু ছাত্র-ছাত্রী আটকে আছে ৷ তাদের ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আজ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জানানো হয়েছে ৷
কলকাতা
তিনি আরও জানান, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের আটকে থাকা ছাত্র-ছাত্রীদের নামের তালিকা, ফোন নম্বর এবং ঠিকানাও মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে । সমগ্র বিষয়টি জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও । ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রছাত্রীরা কোরোনা ভাইরাসে আক্রান্ত কি না, সে বিষয়ে যথাযথ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে ।