কলকাতা, 28 জুন : উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করেছে শিক্ষা দপ্তর ৷ পাশাপাশি আজ উচ্চশিক্ষা দপ্তরের তরফেও আজ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে পড়ুয়াদের সশরীরে পরীক্ষা না নিয়ে আগের সেমেস্টারের ও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে উন্নীত করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকেই স্বাগত জানাল ছাত্র পরিষদ ৷ তাদের বক্তব্য, শিক্ষা দপ্তর ছাত্র পরিষদের দাবিকেই মান্যতা দিয়েছে ৷
গতকালই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন ঘেরাও করে ছাত্র পরিষদ ৷ তাদের দাবি ছিল, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করতে হবে ৷ পাশাপাশি ন্যূনতম তিন মাসের স্কুল ফি মকুব ও বিনা পরীক্ষায় সমস্ত কলেজ ছাত্রদের উত্তীর্ণ করতে হবে ৷ নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপিও জমা দেয় ছাত্র পরিষদের সদস্যরা ৷ এর কয়েক ঘণ্টা পরেই শিক্ষা দপ্তরের তরফে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করা হয় ৷
অন্যদিকে আজ চূড়ান্ত সেমেস্টারের মূল্যায়ন, ফল প্রকাশ, নতুন শিক্ষাবর্ষের মতো একাধিক বিষয়ে রাজ্য সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য অ্যাডভাইজ়ারি জারি করে উচ্চশিক্ষা দপ্তর ৷ এই অ্যাডভাইজ়ারিতে রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়কে পড়ুয়াদের আগের যে কোনও একটি সেমেস্টারের নম্বরের 80 শতাংশ ও 20 শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের জেনেরাল ডিগ্রি কোর্সের চূড়ান্ত সেমেস্টারের শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছে ছাত্র পরিষদ ৷ তাদের মতে, লকডাউনের ফলে বিপর্যস্ত পড়ুয়ারা ৷ আর্থিক সংকট মাথা চাড়া দিয়ে উঠেছে ৷ পঠন-পাঠনের পরিস্থিতিও নেই রাজ্যে ৷ এই অবস্থায় পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হলে তা হঠকারী বলে প্রমাণিত হত ৷
শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানালেও বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে শাসক দলের দিকেই আঙুল তুলেছে ছাত্র পরিষদ ৷ সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "সমস্ত বেসরকারি স্কুল থেকে মোটা অঙ্কের আর্থিক অনুদান নেয় শাসক দল ৷ তাই সরকার পডু়য়া ও অভিভাবকদের কথা না ভেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ফি বৃদ্ধিকেই প্রশ্রয় দিচ্ছে ৷"