পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA দেওয়ার মতো সামর্থ্য নেই, SAT-এ জানাল রাজ্য - AG কিশোর দত্ত

রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ ৷ রাজ্যের সরকারি কর্মচারীদের DA দেওয়ার মতো সামর্থ্য নেই ৷ SAT-এ জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত ৷

ছবি
ছবি

By

Published : Jan 13, 2020, 5:16 PM IST

Updated : Jan 13, 2020, 5:58 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ । এই পরিস্থিতিতে কর্মচারীদের DA দেওয়ার মতো সামর্থ্য নেই সরকারের । 9 জানুয়ারি অর্থাৎ গত বৃহস্পতিবার SAT (state administrative tribunal)-এ শুনানি চলাকালীন জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত ।


কিশোর দত্ত বলেন, "রাজ্য কীভাবে DA দেবে তা ঠিক করার এক্তিয়ার কি আদৌ SAT-এর আছে ?" অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী সরদার আমজ়াদ আলি বলেন, "বিষয়টি নিষ্পত্তির জন্য SAT-এ ফেরত পাঠিয়েছে হাইকোর্ট । ফলে এক্তিয়ার নিয়ে প্রশ্ন নেই । আসলে রাজ্য এসব করে দেরি করতে চাইছে ।" বিপক্ষের আইনজীবীর সওয়ালের প্রেক্ষিতে কিশোর দত্ত পালটা বলেন, "তামিলনাডু সরকারসহ আরও বেশ কয়েকটি মামলায় DA সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । এর আগে SAT-এ যখন মামলার বিচার চলছিল তখন সেই সমস্ত রায়ের কথা উল্লেখ করার বা তা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি রাজ্যকে ।" রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী আমজ়াদ আলি বলেন, "এই মামলা যখন বিচারাধীন ছিল তখন রাজ্যের তরফে AG এই সমস্ত রায়ের উল্লেখ করেছেন । সেই সমস্ত রায় খতিয়ে দেখেই, DA সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছিল হাইকোর্ট । তাই রাজ্য এখন DA প্রদানের বিষয়টিকে শুধু শুধু বিলম্বিত করতে চাইছে ।"

গতবছর 26 জুলাই SAT-এ বিচারক রঞ্জিত কুমার বাগ ও সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সরকারি কর্মচারীদের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া হোক অথবা 2019 সালের এপ্রিল মাস পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিক রাজ্য সরকার । ডিসেম্বর মাসে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার । সেই মামলাটি এখন বিচারাধীন । 5 ফেব্রুয়ারি আবার এই মামলার শুনানি ।

Last Updated : Jan 13, 2020, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details