পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি সুপারভাইজ়ার পদে ফের নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত - recruitment

অঙ্গনওয়াড়ি সুপারভাইজ়ারের ৩৩৭৬টি পদে নিয়োগ হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন

By

Published : Feb 21, 2019, 8:02 PM IST

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ২০০৭ সাল থেকে স্থগিত থাকা অঙ্গনওয়াড়ি সুপারভাইজ়ার পদে নিয়োগ হবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বসতবাড়ির জন্য কোনও টাকা লাগবে না। জমি সংক্রান্ত তথ্যের জন্য তৈরি করা হচ্ছে একটি নতুন অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে জানা যাবে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য। সেই সঙ্গে রাজ্যজুড়ে ২৫টি সাইবারক্রাইম সেক্টর তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনুন

এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি সুপারভাইজ়ার পদে ৩৩৭৬টি পদ খালি রয়েছে। খুব দ্রুত শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। সুপারভাইজ়ার পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলারাদেরই। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, জমির নাম পরিবর্তনের সময় এবার থেকে আর মিউটেশনের টাকা লাগবে না। কৃষিজমির ক্ষেত্রে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার বসতবাড়ি এবং অন্য জমির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হল।

পাশাপাশি, বর্তমানে জমির কী অবস্থান তা জানা যাবে বাড়ি বসেই। তার জন্য "জমির তথ্য" নামে নতুন অ্যাপ আনল রাজ্য সরকার। যারা জমি কিনবেন বা বিক্রি করবেন তাঁরা জমি সম্পর্কিত সমস্ত তথ্য এই নতুন অ্যাপ থেকে জানতে পারবেন। জমির দাগ নম্বর সহ সমস্ত তথ্য এই অ্যাপ থেকে জানা যাবে। এছাড়া আইনগত কোনও সমস্যা জমিতে রয়েছে কি না, তাও জানা যাবে এই অ্যাপ থেকে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে তৈরি হবে ২৫টি সাইবার ক্রাইম সেক্টর। প্রতিটি পুলিশ জেলায় থাকবে একটি করে সেক্টর। এছাড়া CID-তেও থাকবে একটি সাইবার ক্রাইম সেক্টর। এর জন্য রয়েছে ২৪৮ টি পদ। সেইসঙ্গে জানানো হয়েছে, বীরভূমে ৫০ একর জমিতে সোলার প্ল্যান্ট তৈরি করা হবে।

ABOUT THE AUTHOR

...view details