কলকাতা, 31 অগাস্ট : 10 অগাস্ট থেকে 25 অগাস্ট পর্যন্ত ISRO ও MyGov.in যৌথ উদ্যোগে একটি কুইজ় প্রতিযোগিতার আয়োজন করেছিল । যেখানে ক্লাস এইট থেকে ক্লাস টেনের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারত । অনলাইন এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দু'জন পড়ুয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ISRO-র বেঙ্গালুরু সেন্টারে চন্দ্রযান 2-র চাঁদে নামা সরাসরি দেখার সুযোগ ছিল । কিন্তু সমগ্র শিক্ষা মিশনের পশ্চিমবঙ্গের স্টেট প্রোজেক্ট ডিরেক্টর এই বিষয়টি জানিয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি দিয়েছেন গত 27 অগাস্ট । অর্থাৎ সময়সীমার দু'দিন পর । কিন্তু প্রতিযোগিতার দিন পার হয়ে যাওয়ার পর প্রতিযোগিতা সম্পর্কে জানানোর অর্থ কী? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে । শিক্ষা মহলের একাংশের বক্তব্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ও নিন্দাজনক । সঠিক সময়ে প্রতিযোগিতা সম্পর্কে না জানানোয় অনেক পড়ুয়াই বঞ্চিত হল বলে মনে করছেন তাঁরা ।
27 অগাস্টের ওই চিঠি সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশে পাঠিয়েছিলেন সমগ্র শিক্ষা মিশনের স্টেট প্রোজেক্ট ডিরেক্টর আর. বিমলা (IAS) । সেই চিঠিতে লেখা হয়েছে, "আপনারা সবাই জানেন 2019 সালের 22 জুলাই চন্দ্রযান-2 লঞ্চ করেছে ISRO । চন্দ্রযান-2-র বিক্রম ল্যান্ডার 7 সেপ্টেম্বর চাঁদে নামবে বলে মনে করা হচ্ছে । এপ্রসঙ্গে আমায় নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জানাতে যে ISRO 10 অগাস্ট থেকে একটি অনলাইন কুইজ় প্রতিযোগিতার আয়োজন করেছে । এটি MyGov.in-এর সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ । এই কুইজ়ে অংশগ্রহণ করার জন্য পড়ুয়াদের https://quiz.mygov.in ওয়েবসাইটে ভিজ়িট করতে হবে ।" কিন্তু চিঠিটি পৌঁছানোর আগেই এই প্রতিযোগিতা শেষ হয়ে যায় । ফলে প্রতিযোগিতার বিষয় জানাতেই পারেনি স্কুলগুলি । এতে পড়ুয়ারা বঞ্চিত হল বলেই মনে করছে শিক্ষক মহলের একাংশ ।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, "ISRO এই কুইজ়টা কন্ডাক্ট করছে 10-25 অগাস্ট । অথচ নোটিফিকেশনটা পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র শিক্ষা মিশন থেকে এল 27 অগাস্ট । যেখানে বাংলার কোনও স্কুলের ছাত্র-ছাত্রীই অংশগ্রহণ করতে পারল না । এর একমাত্র কারণ হল প্রশাসনিক ব্যর্থতা । যদি আমি দেখতাম যে আগেই এই নোটিফিকেশন ইশু হয়েছে কিন্তু স্কুলের ছাত্ররা গেল না অথবা পারল না তখন সেটা স্কুলের দায়িত্ব । কিন্তু এখন এই চিঠি নিয়ে কী হবে? কোনও স্কুলের কোনও ছাত্র-ছাত্রী কি অংশগ্রহণ করতে পারবে? পারবে না । সুতরাং এই চিঠি পাঠানোর কোনও যুক্তি আছে বলেই আমার মনে হয় না । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং নিন্দাজনক ।"