কলকাতা, 20 অগস্ট:এবার সরকারি জমির জবরদখল রুখতে পদক্ষেপ নিল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইপাস লাগোয়া বেশ কিছু জমিতে সরকারি সাইনবোর্ড লাগালো ভূমি এবং ভূমি সংস্কার দফতর । জবরদখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি ৷ চলতি মাসে হওয়া শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এরপরই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি । তারপরেই নবান্নের তরফে জবরদখল মুক্ত করে জমিগুলিতে লাগানো হল সরকারি সাইনবোর্ড ৷
সূত্রের খবর, বাইপাসের মোট 52টি জমিতে এ ধরনের সাইনবোর্ড লাগানো হয়েছে । বাইপাস লাগোয়া কলকাতা পৌরগনিগমের তিনটি ওয়ার্ডে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল । সেগুলি হল 107, 108 ও 109 নম্বর ওয়ার্ড ৷ মূলত ওয়ার্ডগুলি দক্ষিণ 24 পরগনার আওতায় থাকলেও এখানকার এই জমিগুলি কলকাতা পৌরনিগম এলাকার মধ্যেই পড়ে । সেখানেই সার্ভে করে জেলাশাসক এবং বিএলআরওদের মাধ্যমে সরকারি জমি চিহ্নিত করা হয়েছে । এরপর ওই জমিগুলিতে সাইনবোর্ড লাগিয়ে জানানো হয়েছে সেগুলি সরকারের জমি ।
জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনায় থাকা কলকাতা পৌরনিগমের এই তিনটি ওয়ার্ডে মোট 800টি সরকারি প্লট রয়েছে । ইতিমধ্যেই এগুলির বেশ কিছুতে জবরদখলকারীদের একাংশ বসবাস শুরু করেছে । কিছু জমি নিয়ে আদালতে মামলা চলছে । আর এই অবস্থাতে ধাপে ধাপে এই প্লটগুলি জবরদখল মুক্ত করার কাজ করছে রাজ্য সরকার । তারই একটা অংশ হিসেবে এই 52টি জমিকে চিহ্নিতকরণ এবং সেগুলিতে সরকারি জমি হিসাবে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ।