পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Industrial City near Kolkata: কলকাতা ঘেঁষে নতুন শিল্প শহর তৈরি করবে রাজ্য - পশ্চিমবঙ্গ সরকার

কলকাতার কাছেই গড়ে তোলা হবে একটি নতুন শিল্প শহর (New Industrial City near Kolkata) ৷ এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷

State Government planning to develop a New Industrial City near Kolkata
প্রতীকী ছবি

By

Published : Mar 14, 2023, 4:19 PM IST

কলকাতা, 14 মার্চ:কলকাতার উপকণ্ঠে একটি নতুন শিল্প শহর (New Industrial City near Kolkata) গড়ে তোলার কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ ঠিক করা হয়েছে, নিউ টাউন-রাজারহাট এলাকার 6 নম্বর সেক্টরে একটি নতুন 'মডেল শিল্প শহর' (Model Industrial City)গড়ে তোলা হবে ৷

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যে শিল্প শহরের ধারণা নতুন কিছু নয় ৷ তবে কলকাতার উপকণ্ঠে রাজারহাটে যে শিল্প শহর তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে, সেটি হবে সবথেকে আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত এবং পরিবেশবান্ধব শহরগুলির মধ্যে একটি ৷ অতীতে কখনও এত সুপরিকল্পিতভাবে কোনও শিল্প শহর গড়ে তোলা হয়নি বলেও দাবি করেছেন ফিরহাদ ৷ তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই শিবপুর আইআইইএসটির বিশেষজ্ঞেরা এই অত্যাধুনিক শহরের একটি রূপরেখা তৈরি করে ফেলেছেন ৷ তাঁদের প্রস্তাব রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ৷ রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা এই পরিকল্পনা পর্যালোচনা করছেন ৷ এই পর্যালোচনার কাজ শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ ফিরহাদ জানিয়েছেন, রাজ্য সরকার আদতে একটি আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধাযুক্ত অত্যাধুনিক শিল্প নগরী গড়ে তুলতে চায় ৷

রাজ্য সরকারের তরফ থেকে যে শিল্প শহর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, সেটির সম্ভাব্য আয়তন প্রায় 2 হাজার 700 একর ৷ তথ্য প্রযুক্তি এবং চামড়া শিল্পে বিনিয়োগের বিষয়টি মাথায় রেখে এই শিল্প নগরী গড়ে তোলা হবে ৷ এই শহর তৈরি হলে সল্টলেকের সেক্টর ফাইভে কর্মীদের যাতায়াত সহজ হবে ৷ রাজ্যের দাবি, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে সেক্টর ফাইভে অফিস পাওয়ার আগ্রহ বাড়ছে ৷ এর মধ্যে রয়েছে ইনফোসিসের মতো নামী সংস্থাও ৷ সম্প্রতি মানি গ্রুপের থেকে 40 হাজার বর্গফুট জায়গা নিয়েছে তারা ৷ এছাড়াও, এমন বেশ কিছু সংস্থা রয়েছে, যারা কলকাতায় কাজ শুরু করতে আগ্রহী ৷ কিন্তু, সেক্টর ফাইভে তাদের কোনও অফিস নেই ৷ এর মধ্যে রয়েছে এলঅ্য়ান্ডটি ইনফোটেক, মাইন্ডট্রি, জেনসার ক্যালসফ্টের মতো সংস্থা ৷ নতুন শিল্প নগরী তৈরি হলে এই সংস্থাগুলির অফিসের জায়গা পেতে সুবিধা হবে ৷

আরও পড়ুন:ক্ষুদ্র-মাঝারি শিল্পতালুকগুলিতে জমির দাম কমানোর বিষয়ে ভাবতে পারে সরকার

ফিরহাদ হাকিমের দাবি, পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল ৷ আগামী দিনে রাজ্যে শিল্প শহর তৈরি হবে ৷ সেখানেই নামী দামি সংস্থার অফিস তৈরি হবে ৷ একইসঙ্গে তৈরি হবে অত্যাধুনিক ব্যবস্থাপনা-সহ ঝকঝকে বাসস্থান ৷ সরকারের আশা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলায় বিপুল কর্মসংস্থানের ভিত্তি গড়ে উঠবে ৷

ABOUT THE AUTHOR

...view details