পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

State Election Commission: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট এখনও প্রকাশিত না-হলেও বছরের প্রথমদিকেই তা হতে পারে এনিয়ে কোনও সংশয় নেই ৷ আর তার আগেই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৷ কমিশনের তরফে এবারে থাকছে কিছু নয়া পদক্ষেপ ৷ কী সেগুলি তা দেখে নিন..

State Election Commission
রাজ্য নির্বাচন কমিশন

By

Published : Jan 19, 2023, 8:11 AM IST

কলকাতা, 19 জানুয়ারি:জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে বুধবার দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত না-হলেও এই বছরের প্রথমদিকেই যে নির্বাচন হতে পারে তা নিয়ে কোনও সংশয় নেই। যেহেতু পঞ্চায়েত নির্বাচন ব্যালটে নেওয়া হয় তাই পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার নতুন ব্যালট বক্স কিনতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে আগামী নির্বাচনের জন্য প্রায় 1 লক্ষ 40 হাজার ব্যালট বক্স কিনতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েতের জন্য প্রায় 25 হাজার ব্যালট বক্স, জেলা পরিষদের জন্য 90 হাজার ব্যালট বক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য 25 হাজার ব্যালট বক্স কেনার বরাত দেওয়া হচ্ছে। পাশাপশি ছোট ও বড় ব্যালট বক্স মিলিয়ে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় কতগুলি এই পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টিও দেখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকদের।

আরও পড়ুন:ত্রিপুরায় ভোট 16 ফেব্রুয়ারি, ফলাফল ঘোষণা 2 মার্চ

যেসব বক্সগুলি অল্পস্বল্প মেরামত করিয়ে নিলেই আবার ব্যাবহার যোগ্য হয়ে যাবে সেগুলিকে পুনরায় ঠিক করিয়ে রং করে ব্যবহারের জন্য প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে রাজ্য কমিশন। এছাড়াও রাজ্য কমিশন সূত্রে জানা গিয়েছে যে, আগের পঞ্চায়েত নির্বাচনের মতো এই বারেও প্রতিটি ব্যালট বক্সে ইউনিক আইডেন্টিটি নম্বর দেওয়া হবে। এছাড়াও প্রতিটি বক্সে কিউআর কোড লাগানো হবে। যেহেতু প্রতিটি বক্সে এই বিষয়গুলি খুবই সুরক্ষিত এবং গোপনীয়তা বজায় রেখে করা হয় তাই সেই জন্য জেলা সদরের কোনও স্টেডিয়ামে এই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে জায়গা বুক করার কথাও জানানো হয়েছে। এমনকী পুরো বিষয়গুলি নিয়ে জেলা প্রশাসনকে একটি পরিকল্পনা তৈরি করার কথা বলা হয়েছে যাতে নির্ঘণ্ট প্রকাশ হলেও সত্তর কাজগুলি সম্পন্ন করা সম্ভব হয়।

ABOUT THE AUTHOR

...view details