পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড-বিধি মেনে আমানতকারীদের টাকা ফেরানোর ব্যবস্থা পুনরায় শুরুর নির্দেশ হাইকোর্টের - চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত

বিভিন্ন চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এক সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট । অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে গঠিত হয়েছিল এই কমিটি । কিন্তু কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ছয়-সাত মাস ধরে বন্ধ রয়েছে কমিটির কাজ । যাতে পুনরায় এই কমিটি যাতে কাজ শুরু করতে পারে ,সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে ।

Calcutta Highcourt
কলকাতা হাইকোর্ট

By

Published : Sep 26, 2020, 1:39 PM IST

কলকাতা 26 সেপ্টেম্বর : বিভিন্ন চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য তালুকদার কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায় ৷ সেক্ষেত্রে কোভিড গাইডলাইন মেনেই যাতে পুনরায় কাজ শুরু করা যায়, সে ব্যাপারে রাজ্য সরকারকে সমস্ত ব্যবস্থা ও সহযোগিতার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিভিন্ন চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এক সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট । অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে গঠিত হয়েছিল এই কমিটি । কিন্তু কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ছয়-সাত মাস ধরে বন্ধ রয়েছে কমিটির কাজ । পুনরায় কমিটি যাতে কাজ শুরু করতে পারে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে । বিচারপতি জয়মাল্য বাগচি ও জয় সেনগুপ্তর বিশেষ বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয় । এই ব্যাপারে স্বরাষ্ট্রসচিবকে 9 অক্টোবরের মধ্যে কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত । ইতিমধ্যে অর্থলগ্নি সংস্থা ভিবজিওর আমানতকারীদের পাঁচ হাজার টাকা পর্যন্ত ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে ওই কমিটিকে ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে কমিটি কাজ না করতে পারায় , আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া থমকে রয়েছে ।

এই ব্যাপারে মামলার শুনানিতে ওই সংস্থার তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতকে বলেন, "কম্পানি ইতিমধ্যে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফেরত দেওয়ার জন্য আমানতকারীদের একটা লিস্ট কমিটিকে দিয়েছে ৷ " অন্যদিকে , তালুকদার কমিটি তরফে জানানো হয় , এই মুহূর্তে পর্যাপ্ত কর্মচারী ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় কমিটি কাজ করতে পারছে না । তবে এদিন আদালতে রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় কমিটিকে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, রাজ্যে এখন আনলক পর্ব চলছে। এই পর্যায়ে রাজ্যের উচিত কমিটিকে সমস্ত রকম সহযোগিতা করা ৷ অবশ্যই কোরোনার সমস্ত গাইডলাইন মেনে সাহায্য করতে হবে ৷ এই ব্যাপারে স্বরাষ্ট্রসচিবকে আগামী 9 অক্টোবরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে । পাশাপাশি ওই সংস্থাকে ডিভিশন বেঞ্চের নির্দেশ , আদালতের নির্দেশের কপি এবং তাদের স্কিম তিনটি যথাক্রমে বাংলা , হিন্দি ও ইংরেজি কাগজে বিজ্ঞাপন দিয়ে সাধারণ আমানতকারীদের ওয়াকিবহাল করতে হবে।

আমানতকারীদের তরফের আইনজীবী অরিন্দম দাস জানান , " ভিবজিও যেমন পাঁচ হাজার পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে ৷ পাশাপাশি রোজ়ভ্যালি মামলার ক্ষেত্রে চার হাজার কোটি টাকার একটা ফান্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে । রোজ়ভ্যালিতে প্রতারিতদের টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কী করছে , সেই রিপোর্টও তলব করেছে কলকাতা হাইকোর্ট।"

ABOUT THE AUTHOR

...view details