কলকাতা, 20 মে: এসএসকেএমে শুক্রবার রাতের হাসপাতালের আহত ল্যাব টেকনিশিয়ানকে ভরতি করানো ইস্যুতে এবার শাসকদলের মধ্যেই চরমে উঠল বিবাদ ৷ বলতে গেলে বিষয়টি মদন মিত্র বনাম স্বাস্থ্য দফতর হয়ে দাঁড়িয়েছে ৷ এই ঘটনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছে, স্বাস্থ্য পরিষেবা পেতে একজন সাধারণ নাগরিকের জন্য যে নিয়ম, মদন মিত্রের জন্যও সেই নিয়ম প্রযোজ্য ৷ শনিবার দুপুরে হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পালটা মদন মিত্র এবং তাঁর সঙ্গে থাকা লোকজনদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন ৷ এমনকি এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে এসএসকেএম ডিরেক্টরের ৷
এসএসকেএম হাসপাতালে রোগী ভরতি ক্ষেত্রে দালালচক্রের অভিযোগ তুলেছেন মদন মিত্র ৷ শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়নকে ভরতির জন্য নিয়ে আসেন মদন মিত্র ৷ তাঁর সঙ্গে ছিল একাধিক লোকজন ৷ মদন মিত্র অভিযোগ করেছেন, রোগীকে ভরতি না নিয়ে হাসপাতালের কর্মীরা পুলিশকে দিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন ৷ এমনকি হাসপাতালের বর্তমান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফোন করেও কোনও সহযোগিতা পাননি ৷ এই ইস্যুতে মদন বাম আমলের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘সিপিএম-এর আমল হলে 1 মিনিট লাগত রোগী ভরতি করতে ৷’’
যে ইস্যুতে শাসকদলের মধ্যেই বিবাদ লেগেছে ৷ একদিকে মদন মিত্র আর অন্যদিকে স্বাস্থ্য দফতর ও এসএসকেএম হাসপাতাল ৷ যেখানে পালটা মদন এবং তাঁর লোকজনের বিরুদ্ধে হাসপাতালের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করা হয়েছে ৷ ইটিভি ভারতকে ফোনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যখন কথা হয়েছে ৷ সেখানে আমি বলার কেউ নই ৷ তবে, হাসপাতালে ভরতি করতে সবার জন্য যে নিয়ম, একই নিয়ম মদন মিত্রের জন্যও ৷’’ তবে, সিপিএম আমলের গুণগান গাওয়ার প্রসঙ্গে তিনি কিছু বলতে চাননি ৷