পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমিটি গঠনের পর অতিক্রান্ত সপ্তাহ, উত্তর পাননি SSC-র চাকরিপ্রার্থীরা - partha

পাঁচ সদস্যের কমিটির দেওয়া এক সপ্তাহ সময় পেরিয়ে গেছে। এখনও নিজেদের দাবিদাওয়া সম্পর্কিত উত্তর পেলেন না SSC-র চাকরিপ্রার্থীরা। এমনকী কমিটিতে অনশনকারীদের পক্ষ থেকে সাতজনকে অন্তর্ভুক্ত করার পরও বৈঠকে ডাক আসেনি।

ফাইল ফোটো

By

Published : Apr 5, 2019, 10:51 AM IST

কলকাতা, 5 এপ্রিল : শিক্ষামন্ত্রীর গঠিত পাঁচ সদস্যের কমিটির দেওয়া এক সপ্তাহ সময় পেরিয়ে গেছে। এখনও নিজেদের দাবিদাওয়া সম্পর্কিত উত্তর পেলেন না SSC-র চাকরিপ্রার্থীরা। এমনকী কমিটিতে অনশনকারীদের পক্ষ থেকে সাতজনকে অন্তর্ভুক্ত করার পরও বৈঠকে ডাক আসেনি। দু'দিন আগে কমিটির সদস্য তথা SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান কয়েককদিনের মধ্যেই এবিষয়ে জানানো হবে। কিন্তু, সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কিছুই জানানো হয়নি। এখন বিকাশ ভবন থেকে কোনও খবর আসে কি না সেই অপেক্ষায় রয়েছেন SSC-র অনশনকারীরা।

শূন্যপদ আপ-টু-ডেট করে ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরির দাবিতে টানা 29 দিন অনশন করেছিলেন SSC চাকরিপ্রার্থীরা। অনশন চলাকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের অভিযোগ খতিয়ে দেখার জন্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করে দেন। গত 27 মার্চ সেই কমিটির কাছে তথ্যপ্রমাণ সহ 14 দফা দাবি ও অভিযোগপত্র জমা দেন আনশনকারীরা। কমিটির তরফ থেকে ওইদিন তাঁদের বলা হয়, আগামী সাতদিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে উত্তর দেওয়া হবে। অন্যদিকে, ওইদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারীদের সঙ্গে দেখা করেন। সেখানে শিক্ষামন্ত্রীকে তিনি পাঁচ সদস্যের কমিটিতে আন্দোলনকারীদেরও পাঁচজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। সেই অনুযায়ী, 28 ফেব্রুয়ারি বিকাশ ভবনে আন্দোলনকারীদের সাতজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। ওইদিনও তাঁদের জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যে অভিযোগগুলো খতিয়ে দেখে তাঁদের জানানো হবে। কিন্তু, সাতদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিকাশ ভবনের তরফে তাঁদের কিছু জানানো হয়নি।

তানিয়া শেঠ নামে এক অনশনকারী বলেন, "এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু, বিকাশ ভবন থেকে এখনও আমাদের কাছে কোনও খবর এসে পৌঁছায়নি। আমাদের সঙ্গে ওরা কোনও যোগাযোগ করেননি।"

আন্দোলনকারীদের তরফে কি যোগাযোগ করা হয়েছিল ? এর উত্তরে তানিয়া শেঠ বলেন, "আমাদের তরফ থেকে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। যেহেতু, আমাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তাই আমরা অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তাঁরা হয়তো কিছু জানাবেন। আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব তা নিয়ে কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

এদিকে, এক সপ্তাহ পেরিয়ে গেছে। অনশনকারীদের কবে জানানো হবে বা কবে ডাকা হবে ? তা জানতে কমিটির সদস্য তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে ETV ভারতের তরফে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

তবে, অনশন উঠলেও নিজেদের দাবিতে অনড় SSC চাকরিপ্রার্থীরা। 2 এপ্রিল তাঁরা ‌নিজেদের দাবি নিয়ে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। এ বিষয়ে তানিয়া শেঠ বলেন, "2 এপ্রিল আমাদের রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছে। 5 জন সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল। আমাদের দাবিদাওয়া ওঁকে জানিয়েছি। উনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে একথা জানাবেন বলে জানিয়েছেন।"

ABOUT THE AUTHOR

...view details