পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব রেলে বাড়ল স্পেশালের সংখ্যা - Indian Railway

চাহিদাও বাড়ছে ট্রেনের । তাই বেশ কয়েকটি রুটে পূর্ব রেলের তরফে বাড়ানো হল কয়েকটি স্পেশালের সংখ্যা ।

Indian Railway
Indian Railway

By

Published : Sep 23, 2020, 6:45 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : বেশ কয়েকটি রুটে বাড়ানো হল ট্রেনের সংখ্যা । ধীরে ধীরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বাড়ছে যাত্রী সংখ্যা । চাহিদাও বাড়ছে ট্রেনের । তাই বেশ কয়েকটি রুটে পূর্ব রেলের তরফে বাড়ানো হল কয়েকটি স্পেশালের সংখ্যা । এক নজর দেখে নেওয়া যাক সেই তালিকা :

*02303/02304 হাওড়া নিউ দিল্লি স্পেশাল ট্রেন যেটি পটনা হয়ে যাতায়াত করে । সেই ট্রেনটি এখন থেকে সপ্তাহে একবার ছাড়ার বদলে দু'বার ছাড়বে ।

*02381 নিউ দিল্লি স্পেশাল । ধানবাদ হয়ে যাতায়াত করে এই ট্রেনটি 27 সেপ্টেম্বর থেকে হাওড়া স্টেশন থেকে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ছাড়বে ।

*02382 নিউ দিল্লি হাওড়া স্পেশাল । এই ট্রেনটি ধানবাদ হয়ে যাতায়াত করে । 28 সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে প্রতি সোমবার ও শুক্রবার ছাড়বে ।

*02303 হাওড়া নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি পটনা হয়ে যাতায়াত করে । 29 সেপ্টেম্বর থেকে ট্রেনটি হাওড়া থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার ছাড়বে ।

*02304 নিউ দিল্লি হাওড়া স্পেশাল এই ট্রেনটি পটনা হয়ে যাতায়াত করে । ট্রেনটি 30 সেপ্টেম্বর থেকে নিউ দিল্লি থেকে বুধবার ও রবিবার ছাড়বে ।

ABOUT THE AUTHOR

...view details