কলকাতা , 26 মে : CESC-র তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল , মঙ্গলবারের মধ্যেই কলকাতায় পরিস্থিতি স্বাভাবিক করা হবে । সেই কথা রাখতে পারল না CESC । আজ তাদের তরফে জানানো হয়েছে , 97 শতাংশ বিদ্যুৎ আজকের মধ্যে পৌঁছে দেওয়া হবে । সংকট মোকাবিলায় রাজস্থান থেকে বিশেষ দল আনানো হয়েছে বলেও তারা জানিয়েছে ।
বিদ্যুত বণ্টনকারী সংস্থার দাবি , সংযুক্ত কলকাতার দক্ষিণ-পূর্ব অংশে অর্থাৎ রুবি , সন্তোষপুর , রিজেন্ট পার্ক , রিজেন্ট এস্টেট , কালিকাপুর , মুকুন্দপুর , পঞ্চসায়র এবং দক্ষিণ-পূর্ব ভাগ অর্থাৎ বেহালা , সরশুনা , শকুন্তলা পার্কে এখনও পর্যন্ত কিছু সমস্যা রয়ে গেছে । কয়েকটি জায়গায় বিদ্যুৎ স্বাভাবিক না করতে পারার বিষয়টি স্বীকার করে নিয়েছে CESC ৷ তারা জানিয়েছে , কসবা ,পাটুলি এবং নেতাজি নগর এলাকায় যথাসাধ্য চেষ্টা করেও বিদ্যুৎ এখনও পর্যন্ত স্বাভাবিক করা যায়নি । রাজাবাগান , নাদিয়াল , রিজেন্ট পার্ক , নেতাজি নগর , পর্ণশ্রী এলাকায় সমস্যা অনেকটা জটিল । পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে বলে CESC-র তরফে জানানো হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজস্থান থেকে আনা হয়েছে বিশেষ দল
আমফানের পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি ৷ একথা স্বীকার করে নিয়েছে CESC ৷ তাই যাতে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায় , তার জন্য রাজস্থান থেকে বিশেষ দল আনানো হয়েছে ৷ CESC আশাবাদী যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে ।
তবে CESC-র তরফে আগেই দাবি করা হয়েছিল , বালিগঞ্জ , যাদবপুর , সন্তোষপুর , টালিগঞ্জ-সহ একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে । কিন্তু তারপরেও সেইসব এলাকায় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন । ওই এলাকাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ ছিল অনেক মানুষের । বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছে বিদ্যুৎ বোর্ড সরকারি সংস্থা । তারা রাজ্য সরকারকে জানিয়েছে , ওইসব এলাকায় মোটের উপর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে । কিন্তু কোনও কোনও বাড়িতে কিংবা কোনও কোনও ছোটো এলাকায় এখনও সমস্যা রয়ে গেছে । সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য দিনরাত পরিশ্রম চলছে । 150টি টিম এখন কাজ করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় ।
তারা আরও জানিয়েছে , দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে রাজস্থান থেকে আনা হয়েছে বিশেষ দল । এই দলটি এই মুহূর্তে পাটুলি, নেতাজি নগর এবং কসবা এলাকায় কাজ করছে বলে জানা গেছে । CESC আশাবাদী, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে ।