কলকাতা, 25 অক্টোবর: স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখনও পর্যন্ত গৃহবন্দি তিনি। দুর্গাপুজোর উদ্বোধন করেছেন বাড়িতে বসে তবে রেড রোডের কার্নিভালে থাকবেন বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই । বুধবার রেড রোডে কার্নিভালের প্রস্তুতিতে মঞ্চ তৈরিতে দেখা গেল বিশেষ ব্যবস্থা। যে মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন সেই মঞ্চে থাকছে না কোন সিঁড়ি। তার বদলে ব়্যাম্প তৈরি করা হয়েছে সেখানে। যাতে সরাসরি সেই ব়্যাম্পের সামনে মুখ্যমন্ত্রীর গাড়ি এসে দাঁড়ালে খুব সহজেই তাঁকে পৌঁছে দেওয়া যায় মূল মঞ্চে। সঙ্গে মঞ্চ প্রস্তুতকারকরা জানিয়েছেন রেড রোডে এবার মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মঞ্চের উচ্চতা হচ্ছে কিছুটা নিচু। মূলত পায়ের চোটের কথা মাথায় রেখেই এই মঞ্চের উচ্চতা করা হয়েছে মাত্র 30 ইঞ্চি।
মুখ্যমন্ত্রী নিজের মুখেই জানিয়েছিলেন, চোটের জায়গায় ইনফেকশন হওয়ার কারণে গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। এমনকী দুর্গাপুজোর উদ্বোধনেও যেতে পারেননি তিনি। বাড়িতে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে দুর্গাপুজোর। সবাইকে বলেছিলেন, আগামী 27 অক্টোবর কার্নিভালের মঞ্চে সকলের সঙ্গে দেখা হবে । প্রত্যেক বছর দেখা যায়, কার্নিভাল চলাকালীন মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী, তাই যেখানে তিনি বসেন সেখানে সিঁড়ির ব্যবস্থা করা হয় ৷ কখনও পুজো উদ্যোক্তা থেকে চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের এই সিঁড়ি দিয়েই ডেকে নেন উপরে মুখ্যমন্ত্রী।