পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Speaker on Court Interference: সব বিষয়ে আদালতের হস্তক্ষেপ সঠিক নয়, আম্বেদকর জয়ন্তীতে বললেন অধ্যক্ষ - বিমান বন্দ্যোপাধ্যায়

সব বিষয়ে আদালতের হস্তক্ষেপ ঠিক নয় ৷ আম্বেদকর জয়ন্তীতে এ কথা বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Speaker on Court Interference ETV Bharat
বিমান বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 14, 2023, 6:17 PM IST

Updated : Apr 14, 2023, 7:33 PM IST

আম্বেদকর জয়ন্তীতে বিচার বিভাগ নিয়ে যা বললেন অধ্যক্ষ

কলকাতা, 14 এপ্রিল: গতকাল মুখ খুলেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । আজ মুখ খুললেন বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি তৃণমূল বিধায়ক হলেও এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি রাজ্য বিধানসভার অধ্যক্ষ । শুক্রবার তাঁর গলা থেকেও শোনা গেল আদালতের কাজকর্ম নিয়ে সমালোচনা । যদিও এ ক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেস মুখপাত্রের মতো কোনও বিচারপতির নাম আলাদা করে উল্লেখ করেননি । তবে তিনি যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

শুক্রবার ছিল সংবিধানের প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন ৷ এই উপলক্ষে বিধানসভায় একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে দাঁড়িয়েই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত এখন সব ব্যাপারে হস্তক্ষেপ করছে, এটা ঠিক নয় । প্রসঙ্গত, গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন । প্রশ্ন উঠছে, তাহলে বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি ওই নির্দিষ্ট বিচারপতির সঙ্গে সম্পর্কযুক্ত ?

এ বার দেখে নেওয়া যাক আজ ঠিক কী বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যে যার প্রেক্ষাপটে কাজ করা উচিত ৷ প্রশাসনের কাজ প্রশাসনের করবে । বিচারবিভাগের কাজ বিচারবিভাগের করা উচিত । বিমান আরও বলেন, "কেউ যদি মনে করেন, তিনি কারও থেকে সুপিরিয়র, এই দৃষ্টিভঙ্গি যদি কারও থাকে, আমার মতে তা বাঞ্ছনীয় নয় ।"

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এমন ঝাঁঝালো এবং ইঙ্গিতপূর্ণ বক্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাকে লক্ষ্য করে বললেন ? ভুলে গেলে চলবে না, মাননীয় অধ্যক্ষ নিজেও একজন আইনজীবী । অতএব আইনের মারপ্যাঁচ তিনি কিছু কম বোঝেন না । তাই আলাদা করে কারও নাম না করে তিনি বলেছেন, "আমরা আদালতের উপর ভরসা রাখি । তবে আদালত যদি মনে করে আমরা সব ব্যাপারে সুপ্রিম, আমার মনে হয়, তা গণতন্ত্রের পক্ষে ভালো হবে না ।"

আরও পড়ুন:বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি, কুণালের নিশানায় কি বিচারপতি গঙ্গোপাধ্যায় !

Last Updated : Apr 14, 2023, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details