কলকাতা, 21 মে : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় । বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন । আর নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিপরীতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতাকে জায়গা করে দিতে ভবানীপুর ছাড়ছেন শোভনদেব - Sovandeb Chattopadhyay to resign as MLA
শোভনদেবের ইস্তফার সিদ্ধান্তের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল ৷
নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে কিছু ভোটের ব্যবধানে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু নিয়ম মতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার ছয় মাসের মধ্যে তাঁকে যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে ।
শুরুতে জল্পনা ছিল খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে হয়ত দাঁড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ বিধানসভা ভোটের আগেই ওই কেন্দ্রের প্রার্থী কাজল সিনহা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান । তবে এখন শোভনদেবের ইস্তফার পর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের ।