পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেনস্থার অভিযোগ, শোভনকে সঙ্গে নিয়ে রাজভবনে বৈশাখি

আল আমিন কলেজ থেকে উপড়ে ফেলার হুমকির অভিযোগ । শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ।

বৈশাখি বন্দ্যোপাধ্যায়
বৈশাখি বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 4, 2020, 6:26 PM IST

Updated : Dec 4, 2020, 9:34 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : আল আমিন কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ । আজ রাজ্যপালের কাছে গিয়ে সেই অভিযোগ জানান বৈশাখি ও শোভন চট্টোপাধ্যায় ।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শোভন বলেন, "কলেজে সমস্যা থাকলে পদক্ষেপ করুন । মতপার্থক্য থাকতে পারে । কিন্তু এই শব্দ আমাকে যন্ত্রণা দিয়েছে । কলেজ এজেন্ডা পূরণের জায়গা নয় । বৈশাখির কলেজের সমস্যা নিয়ে রাজ্যপালকে জানিয়েছি । রাজ্যপাল যে সহানুভূতির সঙ্গে শুনেছেন, যে সময় দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ ।"

হেনস্থার অভিযোগ, শোভনকে সঙ্গে নিয়ে রাজভবনে বৈশাখি

শুভেন্দুকে নিয়ে শোভন বলেন, "শুভেন্দু নিজের মত নিজে ব্যক্ত করবেন। আমি শিশিরদাকে চিনি। শুভেন্দুকে চিনি । কোনও রাজনৈতিক দলে প্রত্যেকে নিজের সম্মান নিয়ে কাজ করেন । শুভেন্দু রাজনৈতিক সংগঠক, পরীক্ষিত সৈনিক । "

বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, "ফিরহাদ হাকিম এর উসকানিতে আমাকে আক্রমণ করা হয়েছে । বলা হচ্ছে উৎখাত করে দিতে হবে । তাহলে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে ? ফিরহাদ হাকিম আপনি কি আমাকে চাকরি দিয়েছেন? বাংলার মানুষ সব সহ্য করবে না ।"

Last Updated : Dec 4, 2020, 9:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details