দিল্লি, 3 সেপ্টেম্বর : শোনা যাচ্ছিল তাঁরা দল ছাড়বেন । ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথাও বলেন । জল্পনা উঠছিল, তবে কি যোগদানের একমাসের মধ্যেই দল ছাড়বেন শোভন-বৈশাখি? এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নামেন মুকুল রায় । দিল্লিতে গতকাল শোভন ও বৈশাখির সঙ্গে বৈঠক শেষ তিনি বলেন, "শোভন, বৈশাখি দল ছাড়ছে, এসব বাজে কথা । ওরা BJP-তে ছিল । BJP-তেই আছে ।"
14 অগাস্ট দিল্লিতে BJP-র কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । ওইদিনই BJP-র সদর দপ্তরে গেছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । জল্পনা ছড়ায় তিনি নাকি BJP-তে যোগ দেবেন । কিন্তু, দেবশ্রীর দলবদলে নাকি বাধা হয়ে দাঁড়ান শোভন-বৈশাখি ।
এই সংক্রান্ত খবর :সবাই একমত হলেই দলে নেওয়া হবে, দেবশ্রী প্রসঙ্গে দিলীপ
এরই মধ্যে বৃহস্পতিবার (29 অগাস্ট) রাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র আবাসনে একটি বৈঠক হয় । সেখানে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন ও জয়প্রকাশ মজুমদার । বৈঠকে দু-এক কথাও শোনান কৈলাস । সূত্রের খবর, তাঁর আক্রমণের লক্ষ্যে ছিলেন বৈশাখি । কৈলাস মনে করেন, দেবশ্রীকে দলে ঢুকতে বাধা দিচ্ছেন বৈশাখি । সেই বাধা আর মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ।