কলকাতা, 7 নভেম্বর : বুধবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের 81টি লোকাল ট্রেন চলবে । এর মধ্যে 40 টি আপ ট্রেন ও 41 টি ডাউন ট্রেন । হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে রাত 2 টো 40 মিনিটে । শেষ লোকাল ট্রেন ছাড়বে রাত 8 টা 48 মিনিটে ।
40 টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে চলবে 13 টি ট্রেন । হাওড়া-পাঁশকুড়া লাইনে চলবে 8 টি ট্রেন । একটি ট্রেন চলবে সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনেও । পাশাপাশি, হাওড়া-আমতা এবং হাওড়া-খড়গপুর লাইনে চলবে 4 টি করে ট্রেন ।
দক্ষিণ-পূর্ব রেল 81 টি লোকাল ট্রেনের সূচি হাওড়া-হলদিয়া, হাওড়া-মেচেদা ও সাঁতরাগাছি-মেচেদা লাইনেও চলবে 2 টি করে ট্রেন । এছাড়া, শালিমার-মেচেদা, পাঁশকুড়া-দিঘা, মেচেদা-দিঘা এবং শালিমার-সাঁতরাগাছির মধ্যেও চলবে একটি করে ট্রেন ।
41 টি ডাউন ট্রেনের মধ্যে মেদিনীপুর - হাওড়ার মধ্যে চলবে 12 টি ট্রেন । পাঁশকুড়া-হাওড়া লাইনে চলবে 8 টি ট্রেন । মেচেদা -হাওড়ার মধ্যে চলবে 3 টি । আমতা থেকে হাওড়া পর্যন্ত 4 টি এবং খড়গপুর থেকে হাওড়ার মধ্যে 5 টি ট্রেন চলবে । হলদিয়া-হাওড়া এবং সাঁতরাগাছি-শালিমার লাইনে চলবে 2 টি করে ট্রেন । এছাড়া হাওড়া-বাগনান, দিঘা-পাঁশকুড়া, পাঁশকুড়া-সাঁতরাগাছি, দিঘা-মেচেদা এবং মেচেদা-সাঁতরাগাছি লাইনেও চলবে একটি করে ট্রেন ।
ডেইলির টিকিট এবং মান্থলি টিকিট উভয়ই পাওয়া যাবে স্টেশনগুলির টিকিট কাউন্টার থেকে । এদিকে কোরোনা বিধির উপর দেওয়া হচ্ছে বাড়তি নজর । সামাজিক দূরত্ববিধি মেনে চলার দিকে জোর দেওয়া হচ্ছে । বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার । সামাজিক দূরত্ববিধি নিশ্চিত করতে রেল ও রাজ্য সরকারের তরফে একাধিক দফায় চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । ট্রেনের কামরাগুলি নিয়মিত স্যানিটাইজ় করা হবে বলেও জানানো হয়েছে ।