পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sourav to Accompany Mamata: স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ, সামান্য বদল সফরসূচিতে

Sourav Ganguly to Accompany Mamata Banerjee: স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সে ব্যাপারে এক রকম নিশ্চিত খবর মিলেছে ৷ তবে মমতার বিদেশ সফরের সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে ৷

Sourav to Accompany Mamata
স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 7:58 PM IST

Updated : Sep 7, 2023, 11:08 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাত্রায় পূর্ব ঘোষিত সফরসূচির কিছুটা বদল হচ্ছে । তবে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় যে তাঁর সফরসঙ্গী হচ্ছেন, তার একরকম নিশ্চিত খবর মিলেছে ৷

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় । এই মুহূর্তে তিনি লন্ডনে রয়েছেন । সেখান থেকেই সরাসরি তিনি বার্সেলোনাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন ।

এ দিকে, যেহেতু কলকাতা থেকে সরাসরি স্পেনের বিমান নেই, তাই কানেক্টিং বিমানে যাওয়ার জন্য সময় নষ্টের কারণে ফেরার পথে দুবাইয়ে মুখ্যমন্ত্রীর দিন সংখ্যা কমছে । এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে । এখনও পর্যন্ত যা খবর, এই কানেক্টিং বিমানের জন্যই মুখ্যমন্ত্রীকে স্পেন যাওয়ার পথে প্রায় 12 থেকে 14 ঘণ্টা দুবাই বিমানবন্দরেই কাটাতে হবে ।

মুখ্যমন্ত্রীর সফরসূচিতে তিনটে শুক্রবার পড়ায় এই তিন দিন বার্সেলোনা থেকে দুবাই ফেরার কোনও বিমান নেই । আর সে কারণেই পূর্বের পরিকল্পিত সূচি কিছুটা বদল করতে হচ্ছে । তবে বিদেশ সফরের দিন বাড়ছে না মুখ্যমন্ত্রীর । দুবাইয়ে আগে সূচিতে দু'দিন থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর । এ বার পরিবর্তিত সূচি অনুযায়ী দুবাইয়ে একদিনই থাকতে পারেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:জি20-র জন্য নো ফ্লাই জোন, শনির বদলে শুক্রেই দিল্লি যাচ্ছেন মমতা

উল্লেখ্য, 12 থেকে 23 সেপ্টেম্বর বিদেশ সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ইতিমধ্যেই এই সফরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এ বার এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হতে চলেছেন বাংলার শিল্প বাণিজ্য মহলের একাধিক প্রতিনিধি । যাচ্ছেন বুকসেলার্স গিল্ডের দুই প্রতিনিধিও । এ ছাড়া ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে যাচ্ছেন কয়েকজন সাংবাদিকও ।

উল্লেখ্য, এ বার এই স্পেন সফরে বার্সেলোনা থেকে মাদ্রিদ পর্যন্ত ট্রেনে করে যাবেন মুখ্যমন্ত্রী । এছাড়া যেহেতু এ বারের এই বিদেশ সফর সবটাই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে, তাই বিভিন্ন শিল্প মহল ও প্রবাসীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার । ফলে এই সফর থেকে কিছু গুরুত্বপূর্ণ ভালো খবরও আসতে পারে বলে মনে করছে রাজ্য সরকার ।

আরও পড়ুন:রাজ্যে শিল্প আনতে স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মহারাজ ?

Last Updated : Sep 7, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details