পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদকাণ্ডে CBI দপ্তরে সৌগত, মদন; এলেন না ইকবাল

CBI অফিসে সাংসদ সৌগত রায় ও মদন মিত্র হাজিরা দিলেও এলেন না ইকবাল আহমেদ ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি ৷ সৌগত ও মদনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এর আগে CBI সৌগত রায়কে জেরা করে । অবশ্য প্রথম দু'বার সমন পাঠানোর পর সৌগত আসেননি । পরে তিনি CBI অফিসে গিয়ে নিজের বক্তব্য জানিয়ে আসেন ।

ছবি

By

Published : Sep 3, 2019, 3:20 PM IST

Updated : Sep 3, 2019, 3:26 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : সমন পাঠানো হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনেই CBI অফিসে হাজিরা দিলেন সাংসদ সৌগত রায় । হাজিরা দিলেন মদন মিত্রও । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে । পাশাপাশি কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে CBI সূত্রে খবর । সৌগত এবং মদন এলেও এলেন না ইকবাল আহমেদ । শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি বলে খবর ।

এর আগে CBI সৌগত রায়কে জেরা করে । অবশ্য প্রথম দু'বার সমন পাঠানো সত্ত্বেও সৌগত আসেননি । পরে তিনি CBI অফিসে গিয়ে নিজের বক্তব্য জানিয়ে আসেন । নিজ়াম প্যালেস থেকে বেরিয়ে দমদমের সাংসদ সৌগতবাবু বলেন, "CBI-এর কাছে কোর্টের অর্ডার রয়েছে ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য । দু’জন সাক্ষীকে সামনে রেখে আমার ভয়েস রেকর্ড করা হয়েছে ।"

দেখুন ভিডিয়ো

মার্চ মাসে প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের কাছে নারদ মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চেয়ে চার তৃণমূল সাংসদের নামে “প্রসিকিউশন স্যাংশন" চেয়েছিল CBI ৷ সেই অনুমোদন আসেনি । বর্তমান স্পিকার ওম বিড়লার দপ্তর থেকেও এখনও কোনও চিঠি CBI পায়নি । তবে এই মামলার চার্জশিট পেশের তোড়জোড় চলছে বলে CBI সূত্রে খবর ।

নারদকাণ্ডে 10 অভিযুক্তকে তলব করেছে CBI । এই মামলার তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা SMH মির্জ়াকে৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় CBI ৷ অভিযুক্তের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি গিয়ে তদন্তকারীরা তাঁদের বয়ান রেকর্ড করেন ৷ CBI সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । শনিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তবে ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় ওই দিন যেতে পারেননি শোভন চট্টোপাধ্যায় ।

Last Updated : Sep 3, 2019, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details