কলকাতা , 14 অগাস্ট : স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করলে হাতে থাকা জীবাণু মরে যায় । তাহলে, স্যানিটাইজ়ার খেলে কি শরীরে থাকা COVID-19-এর ভাইরাস মরে যাবে ? RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পয়জ়ন ইনফরমেশন সেন্টারে ফোন করে এমনই প্রশ্ন করেন কলকাতার এক ব্যক্তি । যদিও প্রশ্ন শুনে সেন্টারের আধিকারিকরা তেমন বিস্মিত হননি । কারণ , কয়েকজনের মধ্যে এই ধরনের চিন্তাধারা থাকে । তার উপর, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্যানিটাইজ়ার পয়জ়নিং সংক্রান্ত বিষয়ে কলকাতার এই সেন্টারে বহু ফোন আসছে । ফোনে চিকিৎসকরা জানতে চাইছেন কোনও শিশু স্যানিটাইজ়ার খেয়ে ফেলেলে সেক্ষেত্রে কী করণীয় । তেমনই , সাধারণ মানুষও ফোন করে স্যানিটাইজ়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন ।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ডিপার্টমেন্টের অধীনে রয়েছে পয়জ়ন ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেন্টার । সাপে কামড়ানো এবং অন্য বিভিন্ন কারণে যে বিষক্রিয়া হয়, সেইসব বিষয়ে তথ্য দেওয়ার জন্য তৈরি হয়েছে এই সেন্টার । কলকাতার এই পয়জ়ন ইনফরমেশন সেন্টারটি পূর্ব ভারত তথা দক্ষিণ-পশ্চিম এশিয়ার মধ্যে একমাত্র সেন্টার । দেশে এই ধরনের সেন্টার রয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং কেরালার অমৃতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে । এদেশে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে স্যানিটাইজ়ার পয়জ়নিং সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা যেমন কলকাতার এই সেন্টারে ফোন করে পরামর্শ নিচ্ছেন । তেমনই, সাধারণ মানুষও ফোন করে স্যানিটাইজ়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন । কোরোনা প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গ হিসেবে হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার রাখার কথা বলা হচ্ছে । সাধারণ মানুষের কাছে এখন এটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে । এই কথা জানিয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পয়জ়ন ইনফরমেশন সেন্টারের ইনচার্জ , চিকিৎসক সোমনাথ দাস বলেন , "এই বিষয়টিকে নিয়ে কয়েকজন বেশি চিন্তা করতে পারেন । যেমন স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে নিলে যদি ভাইরাস মারা যায় , তাহলে খেয়ে নিলেও হয়ত ভাইরাস মারা যেতে পারে । এই বিষয় সত্যি কি না, সাধারণত বেশিরভাগ মানুষ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেন । কলকাতার এক ব্যক্তি আমাদের ফোন করে এই বিষয়ে জানতে চান । এমন কয়েকজন রয়েছেন যাঁরা ভেবে নেন যে , এটা হয়েছে মানে ওটাও হতে পারে । এমন মনে করে তাঁরা ব্যবহারও করে ফেলেন ।"
কয়েক সপ্তাহ আগে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তর কলকাতার বাসিন্দা বছর 40-এর এক ব্যক্তিকে ভরতি করানো হয়েছিল । 250 মিলি স্যানিটাইজ়ার খেয়ে ফেলেন তিনি । পরে তাঁর মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকেরা জানতে পারেন , ওই ব্যক্তি অ্যালকোহলিক ছিলেন । তার উপর স্যানিটাইজ়ার খেয়ে ফেলায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্বাভাবিক কাজ করছিল না । ফলে তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় । কলকাতার এই পয়জ়ন ইনফরমেশন সেন্টারের ইনচার্জ, চিকিৎসক সোমনাথ দাস বলেন , "স্যানিটাইজ়ারে 70-80 শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে । এই অ্যালকোহল পান করার জন্য নয় । এটা বিষ । বাজারে কিছু স্যানিটাইজ়ার রয়েছে , যেগুলিতে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে না । ব্যবহার করলে ব়্যাশ বের হতে পারে ।"