কলকাতা, 17 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) শুধুমাত্র যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য যুক্ত তেমনটা নয় । বরং এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক প্রভাবশালী এবং ব্যবসায়ী ৷ যারা একাধিক এনজিওর সঙ্গে যুক্ত । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত করে জানতে পেরেছেন যে বেশ কিছু এনজিও-এর নেপথ্যে চালানো হতো একাধিক বেসরকারি কলেজ । শুধু তাই নয় সেগুলিকে নানা রমক অপরাধমূলক কাজে লাগানো হত বলে দাবি তদন্তকারীদের ।
জানা গিয়েছে, এই সকল এনজিও এবং টিচার্স ট্রেনিং কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মানিক ভট্টাচার্যের ছেলে । ফলে ইনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate)-এর নজরে এবার একাধিক এনজিও এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট । ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা একাধিক নথিপত্র এবং কাগজ উদ্ধার করেছিলেন ৷ সেই সকল কাগজ এবং নথিপত্র ঘেঁটেই একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম এবং ফোন নম্বর ইতিমধ্যেই হাতে উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ।