কলকাতায় সক্রিয় ছিনতাই চক্র, গ্রেপ্তার 3 - কলকাতায় ছিনতাই
ধাবার সামনে থেকে ছিলতাই ব্যাগ । CCTV ফুটেজ দেখে তদন্তে ধরা পড়ল 3 জন ।
কলকাতা, 30 নভেম্বর : কলকাতা পুলিশের সক্রিয়তায় ইদানিং ছিনতাইবাজরা পিছু হটেছিল অনেকটাই । কিন্তু উল্টোডাঙা এলাকার বাইপাসের উপর জনপ্রিয় কয়েকটি ধাবাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অপরাধচক্র । ফের সক্রিয় হচ্ছে ছিনতাইবাজরা । 23 নভেম্বর উল্টোডাঙা এলাকায় ঘটে একটি ছিনতাইয়ের ঘটনা । যার তদন্তে নেমে অবশেষে সাফল্য পেল পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।
উল্টোডাঙা ফ্লাইওভারে বাইপাসের দিকের শুরুতে রয়েছে বেশকিছু ধাবা । রাত বাড়লে ওই ধাবাগুলিতে ভিড়ও বাড়ে বেশ । স্থানীয়বাসিন্দারা বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিল, ধাবাগুলিতে রাত বাড়লেই শুরু হয় মদ্যপদের উৎপাত । তার সঙ্গে যোগ হয় ছিনতাইবাজদের সক্রিয়তা । 23 নভেম্বর এমনই একটি ধাবার সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন রাজারহাটের কাজলনারায়ণ সিং(23) নামে এক যুবতি । সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিল । সামনে থেকে একটি বাইক এসে কাজলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায় । তাঁর দাবি অনুযায়ী, সেসময় ব্যাগে ছিল নগদ 60 হাজার টাকা ও একটি মোবাইল । অভিযোগ দায়ের হয় মানিকতলা থানায় ।
ইদানিং কলকাতা পুলিশের সক্রিয়তায় কলকাতায় ছিনতাইয়ের পরিমাণ কমে গেছিল অনেকটাই । অনেকেই বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গোয়েন্দা বিভাগের অ্যান্টি স্ন্যাচিং শাখার হাতে তেমন কোনও কাজ নেই । উল্টোডাঙ্গা এলাকার ওই ঘটনার পর চিত্রটি পালটে যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে এলাকায় CCTV ফুটেজ । দেখা যায় ছিনতাইবাজদের মাথায় হেলমেট নেই । তবে মুখ দেখা যাচ্ছে না । তবে, পুলিশের চোখ এড়িয়ে যায়নি বাইক ও তার নম্বর । তারপর ওই বাইকের সূত্র ধরে তদন্ত চালিয়েই মেলে সাফল্য । পুলিশের জালে ধরা পড়ে 24 বছরের মহম্মদ জাসিম, মহম্মদ শুকুর, মহম্মদ সনুকে । তিনজনেরই বাড়ি দক্ষিণদাড়ি এলাকায় । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 57 হাজার টাকা । উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ফোনটিও ।