পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: গরম বাড়বে, রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও

অস্বস্তিকর গরম থাকবে ৷ তবে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ৷ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খুব বেশি উপরে উঠবে না বলে জানানো হয়েছে ৷

Etv Bharat
গরমের পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

By

Published : Apr 27, 2023, 7:01 AM IST

কলকাতা, 27 এপ্রিল: তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই ৷ তবে গরম বাড়ছে । ফলে অস্বস্তিসূচক চোখ রাঙাচ্ছে । আগামী কয়েকদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই গলদঘর্ম পরিস্থিতি বজায় থাকবে । গত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও বুধবার তা স্বাভাবিক অবস্থায় ছিল । দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া অফিস ।

একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিদর্ভ এবং তারপার্শ্ববর্তী অঞ্চলে । তবে উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা শুষ্ক গরম বাতাস ফের ঢুকতে শুরু করেছে । যার ফলে আপেক্ষিক আর্দ্রতা কমে শুষ্ক গরমের পরিস্থিতি তৈরি হয়েছে । গরম বাড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে । যেহেতু ঘূর্ণাবর্ত বিদর্ভের উপর অবস্থান করছে তাই তার প্রভাব পড়বে পশ্চিমের জেলাগুলোতে ।

কলকাতায় ঝড়-বৃষ্টি এখনও সেভাবে হয়নি । তিন সপ্তাহ পরে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা । কিন্তু তাও আশাপূরণ করতে ব্যর্থ । বদলে তার পার্শ্ববর্তী জেলায় হওয়া ঝড়-বৃষ্টিতে ঠান্ডার প্রলেপ পড়েছে কলকাতার বাতাসে । এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেন, "আজ বৃহস্পতিবার কলকাতায় ঝড়-বৃষ্টি হতে পারে । তবে শুক্র এবং শনিবার আবহাওয়া শুষ্ক থাকবে । যার ফলে ঝড়-বৃষ্টিতে শনিবার ইডেনে অনুষ্ঠিত আইপিএল ম্যাচ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । রবিবার থেকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতায় । ইতিমধ্যে পারদ চড়ার ইঙ্গিত মিলছে । তবে তা এক থেকে দুই ডিগ্রি বাড়বে । কখনওই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না । যেহেতু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তার প্রভাব কলকাতার আবহে পড়বে ৷"

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে ঝড়-বৃষ্টি হচ্ছে । মালদা এবং দুই দিনাজপুরে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহান্তে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 86 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে । ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :বৃহস্পতিবার খুলছে বদ্রীনাথের দরজা, 20 কুইন্টাল ফুলে সাজানো হল মন্দির! দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details