পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহাণু, ভয় নেই তো ! - graze earth

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২০১৯ সি.ওয়াই ১ নামে একটি গ্রহাণু। পৃথিবীর এত কাছে আগে কোনও গ্রহাণু আসেনি। তবে ভয়ের কিছু নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

ছবি সৌজন্যে pixabay

By

Published : Feb 20, 2019, 11:45 PM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। গ্রহাণুটির নাম ২০১৯ সি.ওয়াই ১। দৈর্ঘ্যে ৭৮ ফুট। পৃথিবীর এত কাছে আগে কোনও গ্রহাণু আসেনি। তবে ভয়ের কিছু নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। পৃথিবীর সবচেয়ে কাছে যখন আসবে, তখন গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর দূরত্ব হবে ১২ লাখ ৬০ হাজার কিলোমিটার।

তারামণ্ডলের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি জানান, মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তীস্থানে গ্রহাণুগুলি অবস্থান করে। সূর্যকে প্রদক্ষিণ করার সময় কখনও কখনও গ্রহাণুগুলি পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। মাধ্যাকর্ষণ শক্তিতে আকৃষ্ট হয়ে তারা পৃথিবীর কাছাকাছি চলে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বায়ুমণ্ডলের সংস্পর্শে পুড়ে ছাই হয়ে যায় গ্রহাণুগুলি।

দেবীপ্রসাদ দুয়ারি আরও বলেন, "এর আগে কোনও গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসেনি। ৭৮ ফুটের গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এলে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করবে না। পৃথিবীর বেশ কিছুটা দূর থেকেই গ্রহাণুটি বেরিয়ে যেতে পারে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details