কলকাতা, 29 ডিসেম্বর : কেন্দ্রকে কৃষি আইন বাতিল করতেই হবে । বাতিল না করা পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন-প্রতিবাদ চলবেই । আজ রানি রাসমণি রোডে অবস্থান-বিক্ষোভ থেকে নিজেদের বার্তা স্পষ্ট করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । মাসাধিককাল ধরে দেশের দুর্বার কৃষক আন্দোলনের সমর্থনে, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের দাবিতে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভ করছে 16 টি বামপন্থী ও সহযোগী দল এবং কংগ্রেসের নেতৃত্ব । কোভিড পরিস্থিতিতে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ চলছে মধ্য কলকাতায় ।
সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, "ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে সরকার । কেন্দ্র দেশের অন্নদাতা কৃষকদের বিক্রি করে দিতে চাইছে কর্পোরেট সংস্থার হাতে । শিক্ষক-কর্মচারী সহ সরকারি বহু শূন্যপদ এখনও পূরণ করেনি এই রাজ্যের সরকার । শ্রমিক স্বার্থ-বিরোধী শ্রম আইন বাতিল না করা পর্যন্ত দেশের সর্বত্র অবস্থান-বিক্ষোভ করবে বামপন্থীরা । ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পর থেকে মহিলা, দলিত এবং আদিবাসীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে । এরই প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ ।"