কলকাতা, 4 এপ্রিল: রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি ভবানীপুরে ৷ তবে বদলেছে মুখ্য চরিত্রদের ভূমিকা ৷ রবিনসন স্ট্রিটে দিদির মৃতদেহ আগলে রেখেছিল ভাই এবার ঠিক তার উলটো ৷ সাত দিন ধরে ভাই শান্তনু দে (48 ) এর মৃতদেহ আগলে রইলেন দিদি মহাশ্বেতা দে ৷ ভবানীপুরের 1,এ মাধব চ্যাটার্জি লেনের ঘটনা ৷
ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তনু দে এবং মহাশ্বেতা দে ৷ গতকাল সেখানে খাবার বিলি করা হয় কাউন্সিলরের পক্ষ থেকে ৷ খাবার নেওয়ার জন্য মহাশ্বেতা দেবী দরজা খোলেন ৷ দরজা খুলতেই পচা গন্ধ নাকে আসে ওখানে দাঁড়িয়ে থাকা সবার ৷ মহেশ্বেতা দেবীকে তাঁর ভাইয়ের কথা জানতে চাওয়া তিনি সদুত্তর দিতে পারেননি ৷ সন্দেহ হতেই খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ৷ পুলিশ এরপর ওই ফ্ল্যাটে ঢুকে 48 বছরের শান্তনুর দেহ উদ্ধার করে । দেহটি রীতিমতো পচে গলে গেছে ।