পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বারস্থ কৃষকরা, সিঙ্গুর পরিদর্শনে যাওয়ার আশ্বাস রাজ্যপালের - রাজভবন

আজ রাজভবনে এসে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে গেলেন সিঙ্গুরের কৃষকরা । সিঙ্গুরের জমি হয় চাষযোগ্য করা হোক বা শিল্প স্থাপনের জন্য বরাদ্দ করা হোক । আজ রাজ্যপালের কাছে এই দাবি জানান তাঁরা ।

সিঙ্গুর পরিদর্শনে যাওয়ার আশ্বাস রাজ্যপালের
সিঙ্গুর পরিদর্শনে যাওয়ার আশ্বাস রাজ্যপালের

By

Published : Dec 17, 2019, 11:32 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : আজ রাজভবনে এসে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে গেলেন সিঙ্গুরের কৃষকরা । সেখানকার জমি হয় চাষযোগ্য করা হোক বা শিল্প স্থাপনের জন্য বরাদ্দ করা হোক । আজ রাজ্যপালের কাছে এই দাবি জানান তাঁরা । সিঙ্গুর পরিদর্শনে খুব শিগগিরিই রাজ্যপাল জগদীপ ধনকড় যাবেন বলে জানিয়েছেন ।

সিঙ্গুরের জমি অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে । চাষ অযোগ্য হয়ে পড়ে আছে জমিগুলি । প্রস্তাবিত ন্যানো কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । কৃষকদের অভিযোগ শুনে সিঙ্গুর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ৷ কৃষক সঞ্জীব দে কবিরাজ বলেন, "এই মুহূর্তে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষক বলে কেউ নেই ৷ শিল্প ও কৃষির জন্য জমি দিতে ইচ্ছুক সকলেই ৷ শুধু সরকারি উদ্যোগ দরকার ৷ রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত তিনি সিঙ্গুরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখবেন ৷"

আজ রাজভবনে মিছিল করে ঢোকেন তাঁরা ৷ রাজ্য়পালের কাছে শুধু জমি সংক্রান্ত সমস্যা নয়, বেকারদের কর্মসংস্থানের দাবিও জানান তাঁরা ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হয়েছেন সিঙ্গুরের কৃষকরা ৷

রাজ্যপালের দ্বারস্থ সিঙ্গুরের কৃষকরা

প্রসঙ্গত, 2006 সালে সিঙ্গুরের এক হাজার একর জমি নিয়ে টাটা মোটর কম্পানিকে দেওয়া হয় ৷ 2007 সালে কারখানার নির্মাণ শুরু হয় ৷ চাষযোগ্য জমিতে কারখানা বানানো যাবে না এই দাবি নিয়ে আন্দোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার ফলে, সেখানে কাজ বন্ধ করে দেয় টাটা মোটরস্ ও পরে কারখানা গুজরাতে স্থানান্তরিত করা হয় ৷ এখন মামলা চলায় সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাননি ৷ পাননি চাকরিও ৷

ABOUT THE AUTHOR

...view details