পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI Assembly Abhijan: পুলিশি বাধা টপকে বিধানসভা পৌঁছল এসএফআই, সৃজন-সহ আটক বহু কর্মী - এসএফআইয়ের বিধানসভা অভিযান

পুলিশি বাধা টপকে আজ বিধানসভা (SFI Assembly Abhijan) পৌঁছে গেল এসএফআই-এর মিছিল ৷ সেখানে সৃজন ভট্টাচার্য-সহ বেশকয়েকজন কর্মী সমর্থককে আটক করা হয়েছে ৷

SFI near Assembly ETV Bharat
বিধানসভার গেটে বাম কর্মীদের বিক্ষোভ

By

Published : Mar 10, 2023, 3:45 PM IST

Updated : Mar 10, 2023, 6:29 PM IST

পুলিশি বাধা টপকে বিধানসভা পৌঁছল এসএফআই

কলকাতা, 10 মার্চ: বিধানসভায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল এসএফআই সমর্থকদের (SFI Assembly Abhijan)৷ বাম ছাত্র সংগঠনের ডাকে বিধানসভা অভিযান রুখতে আজ নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বিধানসভা তথা গোটা শহরজুড়ে ৷ তবে তা সত্ত্বেও বিধানসভার একেবারে সামনে পৌঁছে গেলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ (Srijan Bhattacharyya Detained) বেশ কয়েকজন সমর্থক ৷ তবে তাঁদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

শুক্রবার পুলিশি বাধা পেরিয়ে বিধানসভায় পৌঁছে যায় এসএফআই । এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ একাধিক কর্মী-সমর্থক আটক হয়েছেন । তবে অনুমতি ছাড়াই বিধানসভায় পৌঁছনোর যে হুঁশিয়ারি এসএফআই দিয়েছিল, তা সফল হয়েছে বলে দাবি করছেন এসএফআই রাজ্য নেতৃত্ব । এসএফআই-এর রাজ্য সভাপতি আতিকুর রহমান বলেন, "এসএফআই বলেছিল বিধানসভা যাবে । পুলিশ শত চেষ্টা করেও বাধা দিতে পারবে না । তা প্রমাণিত হল ।"

এ দিন রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের নেতৃত্বে শিয়ালদা স্টেশন থেকে এসএফআইয়ের মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে পৌঁছয় । স্টেশন থেকে মিছিল বেরোনোর সময় বেশ কয়েকজন কর্মী-সমর্থককে আটক করে পুলিশ । এরপর শিয়ালদা উড়ালপুল দিয়ে এমজি রোড ধরে সেন্ট্রাল অ্যাভিনিউতে পৌঁছয় মিছিল ।

এ দিকে, মূল মিছিল সেন্ট্রালে পৌঁছনোর আগেই বিধানসভায় পৌঁছয় রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে আর এক মিছিল । এসএফআইয়ের মিছিল আটকাতে গোটা ধর্মতলা চত্বরেই মোতায়েন করা হয়েছিল বাড়তি নিরাপত্তা ৷ রানি রাসমণি রোডকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ৷ তৈরি ছিল জলকামান ৷ বিধানসভা চত্বরেও ছিল নিরাপত্তার কড়াকড়ি ৷ এরই মধ্যে আচমকা সৃজন ভট্টাচার্য এবং এসএফআইয়ের আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক হাইকোর্টের দিক থেকে বিধানসভার পশ্চিম দিকের গেটের সামনে চলে আসেন ৷ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷

আরও পড়ুন:পুলিশি ব্যারিকেড ভেঙে এসএফআই-এর বিধানসভা অভিযান, আটক দেবাঞ্জন-আতিফ

সেই সময় পুলিশের বিশাল বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাঁধে ৷ তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ৷ পুলিশের গাড়িতে ওঠার সময় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সৃজন-সহ এসএফআই-এর কর্মী সমর্থকরা ৷ তাঁদের অভিযোগ, মহিলা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার জন্য মহিলা পুলিশের ব্যবস্থাও ছিল না ৷

উল্লেখ্য, এসএফআই-এর অভিযোগ, "রাজ্যের শিক্ষাব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে । 8,207টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । মাধ্যমিকে গত বছরের তুলনায় 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে । পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণ, বেনিয়ম সরকারি সর্বোচ্চ স্তরের মদতে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে । টিউশন ও হস্টেল ফি বৃদ্ধি-সহ পড়াশোনার খরচ কয়েকগুণ বেড়েছে ৷ স্কলারশিপ, মিড-ডে মিল-সহ সব জায়গাতেই বেনিয়মই নিয়মে পরিণত হয়েছে । ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই । গোটা বিষয়টাতেই রাজ্য প্রশাসনে চরম ঔদাসীন্য প্রকট ।" এই অভিযোগেই আজ বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ৷

Last Updated : Mar 10, 2023, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details