কলকাতা, 17 জানুয়ারি:নির্বিঘ্নেই ভোট সম্পন্ন হল যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির । সোমবার বেলায় দুর্বারের কেন্দ্রীয় কমিটির ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয় । আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশাখা লস্কর, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মর্জিনা বিবি এবং কোষাধ্যক্ষ হলেন শাহানারা বিবি । একইসঙ্গে আগামী তিন বছরের জন্য সহকারীপদেও নিযুক্ত করা হয়েছে । সহকারী সম্পাদক পদে ডলি সাহা, সহ-সভাপতি চম্পা সাহা এবং সহকারী কোষাধ্যক্ষ অপরাজিতা চৌধুরি ।
দুর্বার মহিলা সমন্বয় কমিটির এই সদস্যরা আগামী তিন বছরের জন্য রাজ্যের সমস্ত যৌনপল্লিগুলির সুবিধা ও অসুবিধা এবং তাদের প্রয়োজনীয় আইনে লড়াইয়ের জন্য নেতৃত্ব দেবেন । পশ্চিমবঙ্গের মোট 56টি যৌনকর্মীপল্লি অঞ্চল রয়েছে । দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌনকর্মী দিদিদের সংগঠন । চিকিৎসক স্মরজিৎ জানার পরামর্শে উক্ত সংগঠন গড়ে উঠেছিল 1995 সালের 12 জুলাই শুধুমাত্র সোনাগাছিতে । সংগঠন তৈরি করার পর স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলি সংগঠনের মাধ্যমেই চলতে থাকে । প্রথম দিকে প্রকল্পের জনসংযোগের দায়িত্বে থাকা দিদিরা যারা যৌনকর্মী ছিলেন, তারাই সংগঠনের নেত্রী পদে নির্বাচন হতেন এক বছরের জন্য (Sex Workers Vote) ।
1997 সাল থেকে কলকাতার যৌনকর্মীপল্লিগুলিতে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ওই অঞ্চলের সচিব, সভানেত্রী, কোষাধ্যক্ষা ও একজন প্রতিনিধি নির্বাচিত হতেন এলাকার বাকি যৌনকর্মী দিদিদের দ্বারা । প্রতিটি ব্রাঞ্চ কমিটির যারা প্রতিনিধি পদে নির্বাচিত হন একমাত্র তাঁরা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করতে পারেন । তাঁদের নির্বাচিত করতে ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন শাখা কমিটির বিজয়ী প্রার্থীরা ।