কলকাতা, 6 মে : দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ । হাওড়াগামী ডাউন ট্রেন ধীরে চলার কারণেই এই সিদ্ধান্ত ।
ধীরে চলছে ডাউন ট্রেন, সময়সূচি বদল দক্ষিণ-পূর্ব রেলের
ডাউন ট্রেন ধীরে চলার কারণে দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ।
12841 হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বার সময় ছিল আজ দুপুর 2:50 মিনিটে । কিন্তু ট্রেনটি ছাড়া হয় বিকেল 4টা 10 মিনিটে । 12665 হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনটি ছাড়বার সময় ছিল 4 টা 10 মিনিটে । কিন্তু সেই ট্রেনটি সময় পরিবর্তিত হয়ে রাত 8 টা 10 মিনিটে ছাড়বে । 06009 সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি থেকে আজ দুপুর 2:10 এর পরিবর্তে রাত 9 টায় ছাড়বে । 12863 হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি রাত 8:35 এর পরিবর্তে রাত 10টা 10 মিনিটে ছাড়বে । 18615 হাওড়া-হাতিয়াক্রিয়া জগা এক্সপ্রেস ট্রেনটি রাত 10:10 এ ছাড়ার পরিবর্তে রাত 11:45 মিনিটে ছাড়বে ।
এছাড়াও, ডাউন ট্রেন বাতিল হওয়ায় 22887 হাওড়া-যশবন্তপুর হামসফর এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ট্রেনটি আগামীকাল ছাড়ার কথা ছিল । পাশাপাশি, 12821 আপ ধৌলি এক্সপ্রেস হাওড়া থেকে আজ সকাল 9 টার পরিবর্তে ট্রেনটি ছাড়বে আজ সন্ধে 6টার সময়। 12839 হাওড়া-চেন্নাই মেল ট্রেনটি রাত 11:45 এর পরিবর্তে আগামীকাল 1:30 মিনিটে ছাড়বে ।