কলকাতা, 20 অগাস্ট : স্কুলের মধ্যে যৌন হেনস্থার অভিযোগ ৷ ইকবালপুরের একটি ইংরাজিমাধ্যম স্কুলের ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল তারই সিনিয়রদের বিরুদ্ধে ৷
নার্সারির ছাত্রীকে হেনস্থা স্কুলেরই সিনিয়রদের - student
অভিভাবকরা ঘটনার সময়ের CCTV ফুটেজ দেখানোর দাবি তোলেন । কিন্তু কয়েক দিন আগে বাজ পড়ে CCTV-গুলি খারাপ হয়ে যায় । তাই ফুটেজ খতিয়ে দেখা সম্ভব হয়নি ৷ যদিও ঘটনার তদন্ত করা হবে বলে স্কুলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা খুঁজে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
গতকাল ছুটির পর ওই ছাত্রীটি কাঁদতে কাঁদতে স্কুল থেকে বের হয় ৷ প্রথমে অভিভাবকদের ধারণা ছিল শিক্ষকের বকা খেয়ে কাঁদছে নার্সারির ওই পড়ুয়া ৷ কিন্তু বাড়ি ফিরে সন্দেহ হয় তাঁদের ৷ মেয়ের কাছ থেকে কান্নার সঠিক কারণ জানার চেষ্টা করে বাবা-মা ৷ তখনই মেয়ে তাদের সব জানায় ৷ এরপর আজ স্কুলের তৃতীয় এবং পঞ্চম শ্রেণির দুই ছাত্রর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে ছাত্রীর পরিবার ৷ স্কুলে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ ৷ পরিবারের তরফে থানায় FIR দায়ের করা হয়েছে ৷ স্কুলের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে ৷ সেই অভিযোগপত্রের একটি কপি পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে খবর ৷
অভিভাবকরা ঘটনার সময়ের CCTV ফুটেজ দেখানোর দাবি তোলেন । কিন্তু কয়েক দিন আগে বাজ পড়ে CCTV-গুলি খারাপ হয়ে যায় । তাই ফুটেজ খতিয়ে দেখা সম্ভব হয়নি ৷ যদিও ঘটনার তদন্ত করা হবে বলে স্কুলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা খুঁজে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।